ঘরের ভেতর মহিরুহ; পর্ব-৪; বনসাইয়ের গাছ সংগ্রহ- ডাঃ পার্থপ্রতিম; উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত বনসাই করার জন্য বিভিন্নভাবে গাছ সংগ্রহ করা যায়। নার্সারি থেকে গাছের চারা কিনে, বাগান থেকে, পোড়ো বাড়ির দেওয়ালে, আনাচে-কানাচেতে গজিয়ে ওঠা গাছ দিয়েও বনসাই শুরু করা যেতে পারে। বীজ পুঁতেও চারা বানিয়ে নেওয়া যায়। গাছের ডাল কেটে মাটিতে পুঁতে ঠিকমতো যত্ন করলে তা থেকে নতুন গাছ তৈরি হয়। এছাড়াও গুটি কলম, দাবা কলম, চোখ কলমের সাহায্যে নতুন গাছ তৈরি করা যেতে পারে। নার্সারিতে বিভিন্ন ধরনের গাছ টবে বা পলিথিন প্যাকেটে বিক্রি হয়। গাছ কেনার সময় সবার আগে নজর দিতে হবে গাছের প্রজাতির দিকে। অর্থাৎ এমন গাছই কিনতে হবে যে গাছ দিয়ে সুন্দর বনসাই করা সম্ভব। তারপর দেখে নিতে হবে গাছের ডালপালার বিন্যাস ঠিকমতো আছে কিনা। শহরাঞ্চলে এখন অনেক নার্সারিতে বনসাই করার জন্য আলাদাভাবে গাছ পাওয়া যায়। এগুলি হল কয়েক বছর ধরে বনসাই-এর জন্য পরিচর্যা করা গাছ। সহজভাবে বলা যায় এগুলি হাফ ডান বনসাই বা প্রি-বনসাই। যারা বনসাই চর্চার হাতেখড়ি দিতে চলছেন তাদের জন্য আধা বনসাই বেশ সুবিধাজনক। নার্...
continue reading →ঘরের ভেতর মহিরুহ; পর্ব-৫; বনসাইচর্চার উপকরণ - ডাঃ পার্থপ্রতিম; উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত যে কোন শিল্পচর্চার জন্য তার কিছু উপকরণ বা যন্ত্রপাতি লাগে। যেমন-আপনি যদি প্রকৃত গায়ক হতে চান তবে আপনার হারমোনিয়াম, তানপুরা এসব দরকার। অঙ্কন শিল্পীর দরকার রঙ, তুলি, ইজেল, ক্যানভাস। ভাস্কর্য সৃষ্টির জন্য প্রয়োজন ছেনি, বাটালি, হাতুড়ি বিভিন্ন খোদাই-পালিসের সাজ সরঞ্জাম। তেমনই বনসাই তৈরীর জন্য দরকার কিছু বিশেষ যন্ত্রপাতি। বিদেশে বনসাইচর্চার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি একটি বাক্সের মধ্যে সেট হিসাবে পাওয়া যায়। এদেশে এখনো সেরকম কিছু আছে বলে জানা নেই। নার্সারীতে খোঁজ করলে কিছু সরঞ্জাম অবশ্যই পাওয়া যাবে। তাছাড়া একটু মাথা খাটিয়ে স্থানীয় কামারকে দিয়েও কাজের উপযোগী জিনিসপত্র বানিয়ে দেওয়া তেমন কঠিন ব্যাপার নয়। (১) চালুনি- সার, মাটি ও বালি চালবার জন্য চালুনি দরকার। বিভিন্ন মাপের ছিদ্রযুক্ত চালুনি থাকলে ভালো তাতে কাজের সুবিধা হয়। (২) বিভিন্ন ধরনের কাঁচি- গাছের ডালছাটা,পাতাকাটা, শেকড় ছাঁটা এসবের জন্য বিভিন্ন ধরনের কাঁচি থা...
continue reading →ঘরের ভেতর মহিরুহ- পর্ব-৬- বনসাইয়ের শ্রেণীবিভাগ- ডাঃ পার্থপ্রতিম; ১লা অগ্রহায়ণ ১৪১১;উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত বনসাইচর্চা শুরু করার আগে বনসাইটির উচ্চতা কত হবে সে সম্বন্ধে স্পষ্ট পরিকল্পনা থাকা দরকার। গাছের কান্ড বা গুড়ি যেখানে টবের মাটি ছুঁয়েছে সেখান থেকে উদ্ভিদটির মাথা পর্যন্ত সরাসরি মেপে উচ্চতা জানা যায়। যদিও বনসাই কত উঁচু হবে সে বিষয়ে কোন মাপের কড়াকড়ি নেই, তবুও যারা এই শিল্পেরচর্চা করেন তারা উচ্চতা অনুসারে বনসাইকে মোটামুটি চার ভাগে ভাগ করেছেন। (ক) ক্ষুদে বনসাই বা ম্যামি বনসাই- এই ধরনের বনসাইয়ের উচ্চতা ১৫ সেন্টিমিটারের বেশি হয় না। যে সমস্ত গাছের পাতা খুব ছোট বা ঝিরিঝিরি তাদের ম্যামি বনসাই করা যায়। ছোট জাতের রঙ্গন, মিনিয়েচার, গোলাপ, সেরেসা, ল্যানটানা ডিপ্রেসা ঝাঁটি বা বার্লেরিয়া এইসব গাছ দিয়ে ম্যামি করা যেতে পারে। ক্ষুদে বনসাইকে নিয়মিত দেখভাল করতে হয়। একটু অযত্ন হলেই গাছটি মারা যেতে পারে। যারা প্রথম প্রথম বনসাইচর্চা শুরু করেছেন তাদের এ ধরনের ক্ষুদে বনসাই তৈরীর চেষ্টা না করাই ভালো। (খ) ছোট বনসাই বা স্মল বনসাই - এদের উচ...
continue reading →ঘরের ভেতর মহিরুহ- পর্ব-৭- বনসাইয়ের টব- ডাঃ পার্থ প্রতিম; উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত বনসাই শব্দের বুৎপত্তিগত অর্থ হল অগভীর পাত্রে লাগানো গাছ। তাই বনসাই বলতে শুধু গাছকেই বোঝায় না। টবের বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। নাম থেকেই বোঝা যাচ্ছে টবটি হবে অগভীর। বনসাই চর্চায় দু ধরনের টবের প্রয়োজন। প্রাথামিক অবস্থায় ট্রেনিং চলাকালীন যে পাত্র ব্যবহার করা হয় তুলনামূলক ভাবে বড় মাপের। এখানে গাছটির টেনিং বা তালিম চলে। এই পর্যায়ে শেকড় কাঁটা, ডালকাটা, ডাল বেঁকানো এসব করার পর গাছটি যখন মোটামুটি আকারে আসে তখন তাকে স্থায়ী টবে বসানো হয়। স্থায়ী টবকে চলতি কথায় আমরা বনসাই টব বলি। বনসাই টবের যে সব বৈশিষ্ট্য থাকা দরকার - (১) ঝুলন্ত বা হেলানো ভঙ্গিমার বনসাই ছাড়া আর সব ক্ষেত্রেই টব হবে অগভীর। (২) টবগুলি আয়তাকার, গোলাকার, বর্গাকার, ডিম্বাকৃতি, আটকোনা, ছয়কোনা, অনিয়তাকার, আরো বিভিন্ন আকৃতির হতে পারে। (৩) টব কখনোই উজ্জ্বল, নক্সাকাটা, কারুকাজ করা হবে না। দর্শকের দৃষ্টি গাছের চেয়ে টবের দিকে বেশি না যায় সে বিষয়ে নজর রাখা দরকার। (৪) টবে...
continue reading →Dr. Parthapratim. He exposes himself in such name i.e. without surname. This is his first revolt against such caste, creed and religion of so called society. Since the very boyhood he has been integrally attached with various scientific movement. He actively takes part in different Health and Science seminar bot
Read More →