উদযাপন কমিটির সভা; ১০ই জানুয়ারী ২০২১; উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত নাগরাকাটা, ১০ জানুয়ারি: ‘ডুয়ার্স ডে’ উপলক্ষ্যে রবিবার নাগরাকাটায় সভা করলেন উদযাপন কমিটির সদস্যরা। ১৪ জানুয়ারি ডুয়ার্স ডে। বৈঠকে দিনটিকে সামনে রেখে ১৩ জানুয়ারি একটি পদযাত্রা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই মিছিলে সমস্ত ভাষাভাষী ও ধর্মের মানুষকে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। ১৪ জানুয়ারি স্থানীয় আদিবাসী সংস্কৃতিচর্চা কেন্দ্রে মূল অনুষ্ঠানটি হবে। এছাড়া একটি বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। সংগঠনের সভাপতি পবন পোদ্দার ও সহ সম্পাদক কেয়া বন্দ্যোপাধ্যায় জানান, ১৪ জানুয়ারি নানা সম্প্রদায়কে নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডুয়ার্সের মিশ্র সংস্কৃতির বাসিন্দাদের মধ্যে একতা ও সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করাই এই অনুষ্ঠানের লক্ষ্য। ...
continue reading →উদযাপন কমিটির সভা; ১০ই জানুয়ারী ২০২১; উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত নাগরাকাটা, ১০ জানুয়ারি: ‘ডুয়ার্স ডে’ উপলক্ষ্যে রবিবার নাগরাকাটায় সভা করলেন উদযাপন কমিটির সদস্যরা। ১৪ জানুয়ারি ডুয়ার্স ডে। বৈঠকে দিনটিকে সামনে রেখে ১৩ জানুয়ারি একটি পদযাত্রা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই মিছিলে সমস্ত ভাষাভাষী ও ধর্মের মানুষকে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। ১৪ জানুয়ারি স্থানীয় আদিবাসী সংস্কৃতিচর্চা কেন্দ্রে মূল অনুষ্ঠানটি হবে। এছাড়া একটি বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। সংগঠনের সভাপতি পবন পোদ্দার ও সহ সম্পাদক কেয়া বন্দ্যোপাধ্যায় জানান, ১৪ জানুয়ারি নানা সম্প্রদায়কে নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডুয়ার্সের মিশ্র সংস্কৃতির বাসিন্দাদের মধ্যে একতা ও সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করাই এই অনুষ্ঠানের লক্ষ্য। ...
continue reading →ডুয়ার্স ডে’র পদযাত্রা; ১৪ জানুয়ারি ২০২১; উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত নাগরাকাটা, ১৩ জানুয়ারি: ‘ডুয়ার্স ডে’র প্রাক্কালে বুধবার ডুয়ার্স ডে উদযাপন কমিটি নাগরাকাটায় শোভাযাত্রার আয়োজন করে। স্থানীয় আদিবাসী সংস্কৃতিচর্চা কেন্দ্র থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি সুলকা মোড়ে এসে শেষ হয়। উদ্যোক্তারা জানান, ২০১০ সাল থেকে প্রতিবছর সৌভ্রাতৃত্ব ও একতার বার্তা দিতে ১৪ জানুয়ারি ‘ডুয়ার্স ডে’ হিসেবে উদযাপন করা হয়। বৃহস্পতিবার মূল অনুষ্ঠানটি হবে। অনুষ্ঠানে নানা সম্প্রদায়ের সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও থাকছে ডুয়ার্সকেন্দ্রিক আলোচনা। বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার ডুয়ার্স ডে উপলক্ষ্যে ধূপগুড়িতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। লুকসান, বানারহাট, হ্যামিল্টনগঞ্জ, আলিপুরদুয়ার সহ আরও নানা স্থানেও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কমিটির কোঅর্ডিনেটর সুকল্যাণ ভট্টাচার্য বলেন, ‘একতা ও শান্তির প্রতীক হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় ডুয়ার্সের বাসিন্দাদের নিজেদের বাড়িতে সাধ্যমতো প্রদীপ জ্বালানোর অনুরোধ করা হয়েছে। ডুয়ার্সের ...
continue reading →ডুয়ার্স ডে নাগরাকাটায়; ১৪ই জানুয়ারী২০২১; আজকাল পত্রিকায় প্রকাশিত বানারহাট: নানা ভাষাভাষী ও সম্প্রদায়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নাগরাকাটার আদিবাসী সংস্কৃতি চর্চা কেন্দ্রে ১১তম ‘ডুয়ার্স ডে’ উদযাপিত হল। ডুয়ার্সের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহবান জানিয়ে সৌভ্রাতৃত্ব ও একতার বার্তা দিতে ডুয়ার্সের কিছু শান্তিকামী মানুষ ২০১০ সাল থেকে প্রতি বছর ১৪ জানুয়ারি দিনটি বেসরকারিভাবে ‘ডুয়ার্স ডে’ হিসেবে উদযাপন করেন। ওদলাবাড়ি থেকে কুমারগ্রাম গোটা ডুয়ার্স জুড়েই এই উপলক্ষে বিভিন্ন আঞ্চলিক কমিটি গঠন করা হয় । ডুয়ার্স ডে উদযাপন কমিটির সম্পাদক শুভজিৎ দত্ত জানান, অরাজনৈতিক এই অনুষ্ঠানে ডুয়ার্সে বসবাসকারী নানা ভাষাভাষী ও সম্প্রদায়ের জাতি-জনজাতির প্রতিনিধিরা যোগ দিয়েছেন। ...
continue reading →ওদলাবাড়ি থেকে কুমারগ্রাম পর্যন্ত ডুয়ার্স ডে পালনের তোড়জোড় শুরু; অতীশ সেন; ৭ জানুয়ারি ২০১৪ মঙ্গলবার; উত্তরের সারাদিন পত্রিকায় প্রকাশিত ৬ জানুয়ারি: জানুয়ারির ১৪ তারিখ দিনটিকে ‘ডুয়ার্স ডে’ হিসেবে পালনের লক্ষ্যে এবারও তোড়জোড় শুরু হয়ে গেল। বিগত ২০১১ সাল থেকে বেসরকারি উদ্যোগে ওদলাবাড়ি থেকে কুমারগ্রাম সমস্ত ডুয়ার্স জুড়েই ‘ডুয়ার্স ডে’ পালিত হচ্ছে। ডুয়ার্সের বিভিন্ন ভাষাভাষি ও জনজাতির মানুষের মধ্যে মৈত্রীর বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যেই এই আয়োজন। ডুয়ার্স ডে হিসেবে নেওয়া হয়েছে বেশ কিছু কর্মসূচিও। উত্তরের মাথা তোলা মৌন হিমালয়, তার কোল বেয়ে আদিগন্ত। বিস্তৃত চা বাগিচার সবুজ গালিচা, অলস পায়ে হেঁটে চলা বুনো জন্তুর দল সহ আরও পরিচিত বহু নৈসর্গিক দৃশ্য নিয়ে এই ডুয়ার্স। ওদলাবাড়ি থেকে কুমারগ্রাম এই বাংলা দুয়ারের ছোট্ট ভূখন্ডে প্রায় ১৪৮ টি ভাষাভাষির মানুষ বাস করে। এতে রয়েছে টোটো, মেচ, রাভা, সাঁওতাল, মুন্ডা, অসুর, ডুকপা সহ আরও বহু আদিম জনজাতির বসতি। ইংরেজ আমলে এই অঞ্চলে চা বাগিচার গোড়াপত্তনের সাথে সাথেই ছোটনাগপুর, বিহার, ওড়িশা, নেপাল ও ভারতের বিভ...
continue reading →ডুয়ার্স দিবস পালনে কমিটি; ৫ জানুয়ারি ২০১৪; উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত নাগরাকাটা, ৪ জানুয়ারি: ১৪ জানুয়ারি দিনটিকে এবারও ডুয়ার্স ডে হিসেবে পালনের লক্ষ্যে নানা কর্মসূচী হাতে নিল ডুয়ার্স ডে উদযাপন কমিটি। শনিবার বানারহাটে এ জন্য দশজনের একটি নয়া কেন্দ্রীয় কমিটিও গঠন করা হয়েছে। ১৪ জানুয়ারি সন্ধে ছয়টা থেকে আটটা পর্যন্ত ডুয়ার্সের প্রতিটি বাড়িকে মোমবাতি, প্রদীপ কিংবা বৈদ্যুতিক আলোয় আলোকিত করার আর্জি জানিয়েছে কমিটির সদস্যরা। উল্লেখ্য, ২০১১ সাল থেকে ফি-বছরই ১৪ জানুয়ারি বেসরকারি উদ্যোগে কুমারগ্রাম থেকে এলেনবাড়ির সর্বত্র ডুয়ার্স ডে পালিত হয়ে আসছে। এবারও তার অন্যথা হবে না বলে উদ্যোক্তারা জানিয়েছেন। কার্যত ভারতের ক্ষুদ্র সংস্করণ ডুয়ার্সে নানা ভাষাভাষী মানুষের মধ্যে সম্প্রীতি ও একতার বন্ধন দৃঢ় করাই এই কর্মসূচির উদ্দেশ্য বলে ডুর্য়াস ডে কমিটির পক্ষ থেকে সভাপতি রাজেশ প্রধান জানান। এদিন বানারহাটের একটি স্কুলে আয়োজিত সভায় কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি হিসেবে রাজেশ প্রধান, সহসভাপতি, সম্পাদক হিসেবে বেছে নেওয়া হয়েছে যথাক্রমে ...
continue reading →Dr. Parthapratim. He exposes himself in such name i.e. without surname. This is his first revolt against such caste, creed and religion of so called society. Since the very boyhood he has been integrally attached with various scientific movement. He actively takes part in different Health and Science seminar bot
Read More →