ডুয়ার্স ডে’র পদযাত্রা

ডুয়ার্স ডে’র পদযাত্রা

ডুয়ার্স ডে’র পদযাত্রা; ১৪ জানুয়ারি ২০২১; উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত
নাগরাকাটা, ১৩ জানুয়ারি: ‘ডুয়ার্স ডে’র প্রাক্কালে বুধবার ডুয়ার্স ডে উদযাপন কমিটি নাগরাকাটায় শোভাযাত্রার আয়োজন করে। স্থানীয় আদিবাসী সংস্কৃতিচর্চা কেন্দ্র থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি সুলকা মোড়ে এসে শেষ হয়। উদ্যোক্তারা জানান, ২০১০ সাল থেকে প্রতিবছর সৌভ্রাতৃত্ব ও একতার বার্তা দিতে ১৪ জানুয়ারি ‘ডুয়ার্স ডে’ হিসেবে উদযাপন করা হয়। বৃহস্পতিবার মূল অনুষ্ঠানটি হবে। অনুষ্ঠানে নানা সম্প্রদায়ের সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও থাকছে ডুয়ার্সকেন্দ্রিক আলোচনা।

বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার ডুয়ার্স ডে উপলক্ষ্যে ধূপগুড়িতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। লুকসান, বানারহাট, হ্যামিল্টনগঞ্জ, আলিপুরদুয়ার সহ আরও নানা স্থানেও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কমিটির কোঅর্ডিনেটর সুকল্যাণ ভট্টাচার্য বলেন, ‘একতা ও শান্তির প্রতীক হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় ডুয়ার্সের বাসিন্দাদের নিজেদের বাড়িতে সাধ্যমতো প্রদীপ জ্বালানোর অনুরোধ করা হয়েছে। ডুয়ার্সের প্রবাসী বহু মানুষও ডিজিটাল মাধ্যমে তাঁদের বার্তা পাঠাচ্ছেন।’

Join our mailing list Never miss an update