ডুয়ার্স দিবস পালনে কমিটি

ডুয়ার্স দিবস পালনে কমিটি

ডুয়ার্স দিবস পালনে কমিটি; ৫ জানুয়ারি ২০১৪; উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত
নাগরাকাটা, ৪ জানুয়ারি: ১৪ জানুয়ারি দিনটিকে এবারও ডুয়ার্স ডে হিসেবে পালনের লক্ষ্যে নানা কর্মসূচী হাতে নিল ডুয়ার্স ডে উদযাপন কমিটি। শনিবার বানারহাটে এ জন্য দশজনের একটি নয়া কেন্দ্রীয় কমিটিও গঠন করা হয়েছে। ১৪ জানুয়ারি সন্ধে ছয়টা থেকে আটটা পর্যন্ত ডুয়ার্সের প্রতিটি বাড়িকে মোমবাতি, প্রদীপ কিংবা বৈদ্যুতিক আলোয় আলোকিত করার আর্জি জানিয়েছে কমিটির সদস্যরা।
    উল্লেখ্য, ২০১১ সাল থেকে ফি-বছরই ১৪ জানুয়ারি বেসরকারি উদ্যোগে কুমারগ্রাম থেকে এলেনবাড়ির সর্বত্র ডুয়ার্স ডে পালিত হয়ে আসছে। এবারও তার অন্যথা হবে না বলে উদ্যোক্তারা জানিয়েছেন। কার্যত ভারতের ক্ষুদ্র সংস্করণ ডুয়ার্সে নানা ভাষাভাষী মানুষের মধ্যে সম্প্রীতি ও একতার বন্ধন দৃঢ় করাই এই কর্মসূচির উদ্দেশ্য বলে ডুর্য়াস ডে কমিটির পক্ষ থেকে সভাপতি রাজেশ প্রধান জানান। এদিন বানারহাটের একটি স্কুলে আয়োজিত সভায় কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি হিসেবে রাজেশ প্রধান, সহসভাপতি, সম্পাদক হিসেবে বেছে নেওয়া হয়েছে যথাক্রমে অঞ্জন রায় এবং শ্যামল সরকারকে। যুগ্ম সহসম্পাদক হয়েছেন অশোক বনসাল ও রোজি খান।  

Join our mailing list Never miss an update