অক্ষয় থাক...
-ডাঃ পার্থ প্রতিম।
অক্ষয় থাক রঙে ভেজা ফুল
রাখালিয়া মেঠো বাঁশি,
অক্ষয় থাক হৃদয়ের মাঝে
রাঙা হাসি রাশি রাশি
অক্ষয় হোক সুনীল আকাশ
বজ্র কঠিন শক্তি,
অক্ষয় থাক শৌর্য তোমার
চিরসুন্দরে ভক্তি....
উদ্যত থাক শপথের হাত
চির বিদ্রোহী নিশান
বাঙ্ময় হোক না বলা কবিতা
ঘুম ভাঙ্গানিয়া গান,
অক্ষয় হোক সার্থক পথ
মুছে দিয়ে যত ক্লান্তি
অটুট থাকুক প্রেম অনুভূতি
অন্তরে চির শক্তি. . .