শুভ পরিণয়; আমন্ত্রণ
-ডাঃ পার্থপ্রতিম।
সময়ের নদী বহে নিরবধি, বেড়ে চলে শত প্রাণ,
শৈশব থেকে কৈশোর হ’য়ে, যৌবন কলতান।
স্বপ্নতরীতে আজ দু’জনায়; আগামীর সহযাত্রী
উদ্দত শত আলোক নিশান; অবসান কাল রাত্রি।
এ পথ চলার অগ্নি সাক্ষী, প্রভাতে রবির কর,
শুরুয়াৎ হোক যুগল প্রয়াস, বেনু বনে মর্মর।
ঊষার আঁধারে দধিমঙ্গল, হৃদয়ের কড়ানাড়া,
সানাইয়ের সুরে— পিলু ও ইমন, দরবারি কানাড়া।
শপথ থাকুক বৈদিক শ্লোকে, সুভাষিত থাক্ সন্ধ্যা
দুয়ারে রয়েছে মঙ্গলঘট, অযুত রজনীগন্ধা।
প্রেমের পরশে ভরিয়া উঠুক— জীবনের যত ফাঁক,
রাশি রাশি হাসি আর কলতানে— এসো, নব বৈশাখ।
তোমার আশীষ কল্যাণকর, চির মঙ্গলময়,
তাই হোক আজ চলার পাথেয়, জীবনের সঞ্চয় . . ।