লিটল ম্যাগাজিন
বিজ্ঞান ও সমাজ চেতনা গোষ্ঠী ‘ডিয়ার’ ২ মার্চ ২০০৪ ডুয়ার্সের বানারহাটের মধুবনে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের জলপাইগুড়ি শাখার উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গলদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন আকাশবানী শিলিগুড়ির কেন্দ্র অধিকর্তা শ্রীপদ দাস ও বিশিষ্ট শিক্ষাব্রতী শৈবাল ভট্টাচার্য। স্বাগত ভাষণ দেন ডিয়ার-এর সম্পাদক দীপঙ্কর ঘোষ ও নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের জলপাইগুড়ি শাখার সম্পাদক ড. আনন্দগোপাল ঘোষ। উত্তরবঙ্গের উত্তরাঞ্চলের জলপাইগুড়ি, মাথাভাঙ্গা, চ্যাংরাবান্ধা, ধূপগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, অসম ও বাংলাদেশ থেকে আগত শতাধিক কবি, গল্পকার, সাংবাদিক, ছড়াকার, সঙ্গীতশিল্পী ও সাহিত্যনুরাগীদের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি আনন্দের সঙ্গে শেষ হয়।