আমন্ত্রণ ভুটানবাসীদের; ৮ জানুয়ারি ২০১৫; উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত
বানারহাট, ৭ জানুয়ারি: মাসখানেক আগের এক অপ্রীতিকর, অবাঞ্ছিত ঘটনায় সম্পর্কে খানিকটা চিড় ধরেছিল ভারত ভুটানের। প্রায় মাসখানেক সময় ধরে ভুটানে ঢোকার গেট বন্ধ করে ভারতীয়দের সে দেশে প্রবেশও বন্ধ করে দেওয়া হয়েছিল। পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে উঠেছে। উলটে বর্তমানে দু-দেশেরই সীমান্ত এলাকার পরস্পর নির্ভরশীল বাসিন্দারা চাইছেন কীভাবে অতীতের খারাপ স্মৃতিগুলো ভুলে সম্পর্ক আরও নিবিড় করে গড়ে তোলা যায়।
ডিসেম্বর মাসে ভুটানের জাতীয় দিবস উদযাপনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতের সীমান্ত এলাকায় বসবাসকারী বিশিষ্ট ব্যক্তিবর্গকে। এবার আগামী ১৪ জানুয়ারি ডুয়ার্স ডে-এর অনুষ্ঠান উপলক্ষ্যে ভুটানের সীমান্ত এলাকার বাসিন্দাদেরও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা গ্রহণ করলে চামুর্চি চেকপোষ্ট এলাকায় ডুয়ার্স ডে উদযাপন নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজা করিম, সম্পাদক রমন ঝা, দিলীপ চৌরাসিয়া প্রমুখের নেতৃত্বে চেকপোষ্ট এলাকায় ডুয়ার্স ডে উদযাপনের লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়।