মূর্তিতে নয় বিমূর্ততে আছি, ,

মূর্তিতে নয় বিমূর্ততে আছি, ,

ভাঙছো তুমি দম্ভ কপট ছলে,
হাতুড়ি হানো, ছেটাও মনের কালি,
কাপুরুষেরা ঠিক যেমনটি করে-
দলের জোরে মিথ্যা খলবোলি।
 
ভাঙতে পারি অনেক কিছুই আমি-
যেমন করে নদী ভাঙ্গে পাড়,
খালি হাতেই ভাঙ্গতে পারি মাথা,
দরকার নেই কোন বুলডোজার।

ভাঙতে পারি আঁধার বাতায়ণ
সূর্যি হয়ে রাতের অবসানে,
হতে পারি গরম ভাতের থালা
ঐ নিরন্ন অনৈচ্ছিক অনশনে।

বিহঙ্গ ঐ ডানা জাপটে ভাঙ্গে
যেমন করে এমিগ্রেশন রুল,
অশ্রু আমার আবার আগুন হলে
খাক্ হবে যে তুমিই বিলকুল।

বুকের ভেতর যে ঢেউ উতাল পাথাল
গুড়িয়ে দেবে নর্মদা, সরদার
আগেও তোমায় অনেক বলেছি-
এবার বলছি- এটাই শেষবার।

মূর্তিতে নয়, বিমূর্ততে আছি-
রূপের ভেতর অরূপ রতন খুঁজি,
কালের থেকে যাচ্ছি মহাকালে
বুকের মাঝে এই অফুরান পুঁজি।

Join our mailing list Never miss an update