ত্রয়োদশ জাতীয় বিজ্ঞান ক্লাব সম্মেলন

ত্রয়োদশ জাতীয় বিজ্ঞান ক্লাব সম্মেলন

ত্রয়োদশ জাতীয় বিজ্ঞান ক্লাব সম্মেলন; - অরূপ গুছাইত; ১৩ই জানুয়ারী ১৯৯২; দৈনিক বসুমতী পত্রিকায় প্রকাশিত
বিজ্ঞানই মানুষকে আজ আধুনিক সভ্যতার শিখরে পৌঁছাতে সাহায্য করছে। এ-বিষয়ে কোন দ্বিমত পোষণের সুযোগ নেই। তবে, এই আধুনিকতা হঠাৎই আসে না আসে নি। এর জন্য প্রয়োজন হয়েছে বহু নিরলস প্রচেষ্টার। এই প্রচেষ্টার অংশীদার অবশ্যই হতে পারে বিভিন্ন বিজ্ঞান ক্লাবগুলি। এই বিজ্ঞান ক্লাবগুলিই গ্রামে-গঞ্জে বা প্রত্যন্তরে বিজ্ঞানের বিভিন্ন খবর বিভিন্নভাবে পৌঁছে দেয়। এই খবর সংগ্রহ থেকে শুরু করে বিজ্ঞানের আলোকে না থাকা মানুষদের মধ্যে বিজ্ঞানের নতুন নতুন খবর পৌঁছে দেওয়ার মধ্যে রয়েছে এক সৎ একাগ্রতা যাকে একটি বিজ্ঞান আন্দোলন বললে কম বলা হয় না।

    এ বছর ত্রয়োদশ জাতীয় বিজ্ঞান ক্লাব সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে ইস্টার্ন ইন্ডিয়া সায়েন্স ক্লাব অ্যাসোসিয়েশন এর সৌজন্যে এবং কাকদ্বীপ বিজ্ঞান ক্লাবের বিশেষ প্রচেষ্টায় কাকদ্বীপের সুন্দরবন কলেজে। এই সম্মেলন চলবে ২৪, ২৫ ও ২৬ জানুয়ারি। এই তিন দিনের সম্মেলনে বিভিন্ন বিজ্ঞান ক্লাবের খবর, বিজ্ঞান ক্লাব আন্দোলন, বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, সাপের প্রদর্শনী, টেলিস্কোপের মাধ্যমে আকাশ দর্শন, ভি ডি ও প্রদর্শনী স্লাইড প্রদর্শনী ছাড়াও থাকবে বিভিন্ন বিজ্ঞান ক্লাবের ‘সায়েন্স মডেল’ প্রদর্শনী ও প্রতিযোগিতা।
    ইস্টার্ন ইন্দিরা সায়েন্স ক্লাব অ্যাসোসিয়েশনের সম্পাদক পার্থপ্রতিম জানান যে, এ বছর প্রতিবেশি রাষ্ট্রগুলি থেকে বিভিন্ন বিজ্ঞান ক্লাব এই সম্মেলনে যোগ দেবে বলে আশা করা যায়। তাছাড়াও তিনি জানান যে, এর আগের বারটি সম্মেলন গোবরডাঙ্গা, কাটোয়া, আসানসোল থেকে শুরু করে দীঘা, চন্দননগর, জলপাইগুড়ি প্রভৃতি স্থানে অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনের মূল লক্ষ্যই হ’ল বিজ্ঞান ক্লাবগুলির মাধ্যমে গ্রামে-গঞ্জে বিজ্ঞানের সৌরভ পৌঁছে দেওয়া। 
 

 

Join our mailing list Never miss an update