ডেঙ্গি বিষয়ক অডিও-ভিজুয়াল শো

 ডেঙ্গি বিষয়ক অডিও-ভিজুয়াল শো

বুধবার ৩০ অক্টোবর ২০১৯; আজকাল পত্রিকায় প্রকাশিত
বানারহাট: ডুয়ার্স জার্নালিস্ট ক্লাব-এর পক্ষ থেকে মঙ্গলবার সন্ধে বানারহাটের লক্ষীপাড়া চা-বাগানে ডেঙ্গি নিয়ে একটি সচেতনতামূলক প্রচার অভিযান করা হল। চা বাগানের শ্রমিক মহল্লায় ডেঙ্গি বিষয়ক অডিও-ভিজুয়াল শো দেখিয়ে এর প্রতিরোধের নানান দিক শ্রমিক ও তাঁদের পরিজনদের বোঝান ডাঃ পার্থপ্রতিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাংসদ জন বারলা

 

Join our mailing list Never miss an update