বাংলায় প্রথম স্বাস্থ্য বিষয়ক ই-বুক প্রকাশ করলেন ডাঃ পার্থপ্রতিম; ১১ মার্চ ২০১৬; আজকাল শিলিগুড়ি পত্রিকায় প্রকাশিত
আজকালের প্রতিবেদন: জলপাইগুড়ি, ১০মার্চ- বাংলাভাষার প্রথম স্বাস্থ্য বিষয়ক ই-বুক প্রকাশ করলেন ডুয়ার্সের বানারহাট এলাকার চিকিৎসক পার্থপ্রতিম। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জলপাইগুড়ি প্রেস ক্লাবে বইটি প্রকাশ করেন জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক উমেশ শর্মা। বইটি মূলত ডায়াবেটিস রোগীর ওপর লেখা হয়েছে। নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট ও মোবাইল ফোনেও সহজেই পড়া যাবে বইটি। এমনভাবে সাজানো যাতে পরবর্তীকালে সংশোধন করা যাবে। বইটির অলঙ্করণ করেছেন নবীন শিল্পী প্রসেনজিৎ ভৌমিক। বই পড়ার পর পাঠকরাও সরাসরি অভিমত জানাতে পারবেন।
গ্রামের সাধারণ মানুষও খুব সহজেই পড়তে পারবেন। ডায়াবেটিস সংক্রান্ত বিষয় নিয়ে খাওয়ার নির্দেশিকাও রয়েছে এই ই-বুকে। ডায়াবেটিস রোগের বিভিন্ন বৈজ্ঞানিক বিষয়গুলি তুলে ধরা হয়েছে বইটিতে। এই রোগে আক্রান্ত হলে কী পদ্ধতিতে রক্ত পরীক্ষা করতে হবে তারও সমস্ত বিবরণ রয়েছে খুব সহজভাবে। ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা মানসিকভাবে ভেঙে না পড়ে যাতে তার মোকাবিলা করেন তারও বার্তা রয়েছে এই ই-বুকে। ৭৩ পাতার এই বইটি লিখতে সময় লেগেছে তিন মাস। উল্লেখ্য, ডাঃ পার্থপ্রতিম এর আগেও স্বাস্থ্য বিষয়ক বই লিখেছেন।