পাঠযোগ্যতায় প্রথম স্থান পাবে

পাঠযোগ্যতায় প্রথম স্থান পাবে

১৭ মার্চ ২০০১; শনিবার; পৃষ্ঠা-সাত;  আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত
বাঙালি অসুখ-বিলাসী। অন্যেরা অসুখ হলে ছোটে বাঙালির কাছে, আর বাঙালি অসুখ হতে পারে ভেবে লাইন দেয় ডাক্তারখানায়। তবে স্বাস্থ্য এখন চলে এসেছে ‘লাইফস্টাইলের’ পাতায়। সুখের মাঝেও অসুখের চিন্তা করতে হবে, এই বিধান দিচ্ছেন ডাক্তাররাই।
    অতএব বই পাড়াতেও স্বাস্থ্যের পেশি আস্ফালন। আলোচ্যের মধ্যে পাঠযোগ্যতায় প্রথম স্থান পাবে পার্থপ্রতিমের হৃদয়ের কথা। লেখা সরস ও আলাপি, অলংকরণ দৃষ্টিনন্দন। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজি সব মতই ঠাঁই পেয়েছে। নানা ধরনের হৃদরোগ ও তার চিকিৎসা, রোগীর সাবধানতা, পরিবারের অবশ্যকর্তব্য- এর সঙ্গে সঙ্গে সামাজিক ব্যাধির কথাটাও ভুলে যাননি লেখক। স্বচ্ছন্দে লিখেছেন, ‘রোগী বা তার পরিবারের কাছ থেকে বিরাট পরিমাণ অর্থ উপার্জনের জন্য অনেক ক্ষেত্রে তেমন প্রয়োজন না থাকলেও রোগীর করোনারী বাইপাস অপারেশন করা হয়।’
Get the first place for reading. Dr. Partha pratim's book ‘Hridoyer katha’is highly appreciated by the Anandabazar Patrika; a largest circulated daily.

Join our mailing list Never miss an update