জলপাইগুড়িতে আজ গুণীজন সংবর্ধনা

জলপাইগুড়িতে আজ গুণীজন সংবর্ধনা

জলপাইগুড়িতে আজ গুণীজন সংবর্ধনা; উত্তরবঙ্গ সংবাদ; ১৯ সেপ্টেম্বর ২০০৪ সাত
‘কিরাতভূমি’ পত্রিকা গোষ্ঠীর উদ্যোগে রবিবার জলপাইগুড়ি জেলা পরিষদ হলে গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সংস্থার সভাপতি ডঃ আনন্দ গোপাল ঘোষ জানিয়েছেন, ইতিহাসবিদ ডঃ অরুণ ভূষণ মজুমদার, প্রাক্তন কৃতী খেলোয়ার মণিলাল ঘটক, শিক্ষাব্রতী সুবোধ সেন, গবেষক ডঃ সমীর চক্রবর্তী, লোকসংগীত শিল্পী দীপ্তি রায়, শিল্পোদ্যোগী বিমল রায়, পরিবেশ কর্মী ডাঃ পার্থ প্রতিমকে সংবর্ধনা দেওয়া হবে।


কিরাতভূমি পত্রিকা গোষ্ঠীর নয়া উদ্যোগ; উত্তরবঙ্গ সংবাদ; ২৫ বর্ষ ১২৪ সংখ্যা; সোমবার ৩ আশ্বিন ১৪১১
‘কিরাতভূমি’ পত্রিকা গোষ্ঠীর পক্ষ থেকে জলপাইগুড়ি জেলা সংস্করণ (দ্বিতীয় খন্ড) প্রকাশ অনুষ্ঠান হল জেলা পরিষদ শ্রুতিকক্ষে। জলপাইগুড়ি জেলা সংস্করণের উদবোধন করে সাহিত্যিক সমরেশ মজুমদার বলেন, ‘সংস্করণটি দলিল হয়ে থাকবে। লেখালেখির ক্ষেত্রে এই সংস্করণটি সহায়তা করবে। সমরেশবাবু জলপাইগুড়ি জেলার ষাটের দশকের সাহিত্য আন্দোলনের কথা বলেন। জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি বনমালী রায় বলেন, জেলার ওপর এই ধরনের কাজ আরও হওয়া উচিত। উত্তর সরণি সাহিত্যচক্রের সভাপতি ডঃ আনন্দগোপাল ঘোষ বলেন, সংস্করণটি বের করার ক্ষেত্রে জলপাইগুড়ির পূর্বতন জেলাশাসক ডঃ সুব্রত গুপ্তের অবদান অনেকখানি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক অরবিন্দ কর, হিতেন নাগ প্রমুখ। উদ্যোক্তারা ইতিহাসবিদ ডঃ অরুণভূষণ মজুমদার, শিক্ষাব্রতী সুবোধ সেন, গবেষক সমীর চক্রবর্তী, লোকসংগীত শিল্পী দীপ্তি রায়, শিল্পোদ্যোগী বিমল রায়, পরিবেশ কর্মী ডাঃ পার্থপ্রতিমকে সংবর্ধনা দেওয়া হয়। প্রাক্তন কৃতী খেলোয়াড় মণিলাল ঘটককেও সংবর্ধনা দেবার সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা।

Join our mailing list Never miss an update