নাথুয়ার পরিবেশ বিষয়ক প্রদর্শনীতে ব্যাপক সাড়া; ৬ বর্ষ ১৯৬ সংখ্যা, ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ১৯৯৮; দৈনিক বসুমতী পত্রিকায় প্রকাশিত
বানারহাট থানার নাথুয়ায় পতঙ্গ, পরিবেশ, মহাকাশ বিষয়ক প্রদর্শনী, স্লাইড শো ও দূরবীক্ষণের সাহায্যে আকাশ চেনার অনুষ্ঠানে প্রচুর সংখ্যক উপস্থিতিতে রীতিমত সাড়া পড়ে। স্ফুলিঙ্গ সাংস্কৃতিক সংস্থা ও বনিয়াপাড়া চৌরাস্তা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় ডুয়ার্স এক্সপ্লোরেশন অ্যান্ড অ্যাডভান্সমেন্ট রিভেলি অর্থাৎ ডিয়ারের তরফে নাথুয়ায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কীটনাশকের জন্য পরিবেশ দূষণ সংক্রান্ত বিষয়ের ওপর ছিল এই প্রদর্শনী। কীটনাশকের বিকল্প ব্যাঙ, গিরগিটি প্রভৃতি প্রাণীকে রক্ষা করার প্রয়োজনীয়তা প্রদর্শনীতে ব্যাখ্যা করা হয়। এ ছাড়াও মহাকাশের নানা অজানা ও কৌতূহল সৃষ্টিকারী বিষয়ের ওপর ছিল প্রদর্শনী পোস্টার, স্যাডো প্যাপেট এবং স্লাইড শো’র মাধ্যমে জনসমক্ষে সবকিছু তুলে ধরা হয়। প্রদর্শনী কক্ষে স্কাই চার্ট, স্টার গ্লোব প্রভৃতি আকাশ চেনার উপকরণ ছিল। মেরিনার-১০, ম্যাগেলান, অ্যাপলো-১৫, পায়োনিয়ার -৯ প্রভৃতি মহাকাশযানের সাহায্যে তোলা স্লাইড শো’ ছাত্রছাত্রীদের দারুণ উৎসাহিত করে। বিশেষ করে দূরবীনের সাহায্যে আকাশ দেখতে পড়ে দীর্ঘ লাইন। বানিয়াপাড় চৌরাস্তা উচ্চ বিদ্যালয় ছাড়াও, পার্শ্ববর্তী সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রচুর সংখ্যায় এই প্রদর্শনী দেখতে আসে। এ ছাড়া, বড়দের মধ্যেও ছিল দারুণ উৎসাহ।