সারা দেশে কমপিউটার জাল পেতেছে নির্বাচন কমিশন; ডাঃ পার্থপ্রতিম; ১৯মে ১৯৯১ রবিবার ‘কলকাতা’ দৈনিক পত্রিকায় প্রকাশিত এবারের নির্বাচনে বুথ দখল, রিগিং বিভিন্ন অসুবিধার মোকাবিলা করতে ভারতের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন কমিশন ছড়িয়ে দিয়েছে কম্পিউটার জাল। এই ব্যবস্থার মূল দায়িত্বে রয়েছে ভারত সরকারের ন্যাশনাল ইনফরমেশন সেন্টার সংক্ষেপে ‘নিক’। দেশের চারশো বত্রিশটি জেলায়। জেলা শাসকের অফিসে খোলা হয়েছে মাইক্রো আর্থ স্টেশন। এই স্টেশনগুলিতে থাকছে কয়েকটি পি সি এ টি কম্পিউটার। ইনস্যাট-১ সি ভুসমালয় স্যাটেলাইটের মাধ্যমে এই কম্পিউটারগুলির সাথে সরাসরি যোগ থাকছে রাজ্য ও আঞ্চলিক কম্পিউটার এন ডি ৫৫০। পূর্ব ভারতের আঞ্চলিক কেন্দ্র রয়েছে ভুবনেশ্বর, পশ্চিমের পুনে, দক্ষিণ ও উত্তর-ভারতের যথাক্রমে হায়দরাবাদ ও নিউ দিল্লী। এগুলিতে রয়েছে এন ই ডি এস ১০০ সুপার কম্পিউটার। কোনো এলাকায় ভোটগ্রহনের সময় কোনোরকম অসুবিধা হলেই পুলিস ওয়ারলেস সেটের সাহায্যে জেলাসদর দপ্তরে জানিয়ে দেবে। এরপরেই ঐ খবর মাইক্রো সেকেন্ডের কম সময়ের মধ্যে পৌঁছে ...
continue reading →Dr. Parthapratim. He exposes himself in such name i.e. without surname. This is his first revolt against such caste, creed and religion of so called society. Since the very boyhood he has been integrally attached with various scientific movement. He actively takes part in different Health and Science seminar bot
Read More →