ডুয়ার্স ক্যুইজ

ডুয়ার্স ক্যুইজ

কথামুখ - উত্তরে মাথা তোলা নগাধিরাজ হিমালয়। তারই কোল বেয়ে দিগন্ত বিস্তৃত চা বাগিচার সবুজ গালিচা। বন হরিণীর চকিত চাহনী, অলস পায়ে হেঁটে চলা বুনো হাতির দল, বিহগের কোলাহল। মুখরিত অধীর আনন্দে বয়ে চলা পাহাড়ি ঝোরা।  বহু জাতি- জনজাতির সাংস্কৃতিক ঐতিহ্য-ঋদ্ধ ছোট্ট ভূখন্ড ‘ডুয়ার্স’। তিস্তা থেকে সংকোশ নদী, মংপং থেকে কুমারগ্রামদুয়ার। রাত্রি যেখানে আদৃত সন্ধ্যা শাঁখে, ঊষার আড়ালে ঘুম ভাঙ্গানিয়া আজান ডাকে। ক্যারলের সাথে ত্রিশরণ, সরণা থেকে  টোট্যামবাদ, জেন্দ আবেস্তার সাথে গ্রন্থসাহেবের প্রগাঢ় মিশেল। এই মহামিলনের স্রোতে, বুকের গভীর হতে, ফুটে ওঠা বিশ্বাসে; একটি দিন- ‘ডুয়ার্স দিবস’। বহু বছর ধরে পালিত হয়ে চলেছে আপন পুলকে।  এই দিনটিকে স্বাগত জানাতে এই পুস্তিকার জনম।  ডুয়ার্স এলাকার কচিকাঁচা ও পর্যটকের কাছে আরশিগাঁয়ের পড়শির কথা ক্ষুদ্র পরিসরে তুলে ধরার লক্ষ্য নিয়েই যৌথ চিত্তের সহজাত উৎসারণ- ‘ডুয়ার্স ক্যুইজ’।  ভালোবাসান্তে- সুকল্যাণ ভট্টাচার্য্য ও ডাঃ পার্থপ্রতিম।

ক). ডুয়ার্সের অবস্থান, প্রকৃতি, আবহাওয়া-    পৃষ্ঠা- 4     খ). ডুয়ার্সের নদ- নদী - পৃষ্ঠা- 6  গ). ডুয়ার্সের ইতিহাস ও রাজনীতি - পৃষ্ঠা- 8  ঘ). ডুয়ার্সের বন ও বন্যপ্রাণী- পৃষ্ঠা- 13 ঙ). পর্যটন, উল্লেখযোগ্য স্থান ও বিষয়- পৃষ্ঠা- 18   চ). ডুয়ার্সের যোগাযোগ - পৃষ্ঠা- 21  ছ). ডুয়ার্সের শিক্ষা ব্যবস্থা - পৃষ্ঠা- 22  জ). ডুয়ার্সের জাতি ও জনজাতি - পৃষ্ঠা- 24  ঝ). ডুয়ার্সের সংস্কৃতি - পৃষ্ঠা- 26  ঞ). ডুয়ার্সের চা শিল্প  - পৃষ্ঠা- 29

ক). ডুয়ার্সঃ অবস্থান, প্রকৃতি, আবহাওয়া

১). ‘ডুয়ার্স’ (DOOARS) শব্দটির অর্থ কি ? উ:- দরজা; ভুটানে যাওয়ার প্রবেশ পথ।
২). ডুয়ার্স অঞ্চল কত কি.মি. চওড়া?  উ:- গড়ে ৩০ কি.মি. (১৯ মাইল)।
৩). ডুয়ার্স অঞ্চল কত কি.মি. লম্বা ? উ:- ৩৫০ কি.মি. (২২০ মাইল)।
৪). ডুয়ার্স অঞ্চল কোন কোন রাজ্য জুড়ে আছে?  উ:- পশ্চিমবঙ্গ ও অসম।
৫). অসমের ডুয়ার্স ও পশ্চিমবঙ্গের ডুয়ার্স এর মধ্যে মোট কয়টি ভুটান যাওয়ার দরজা আছে ? উ:- ১৮ টি।
৬). ডুয়ার্স এলাকার বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত ? উ:- ৩৪০০ মি.মি.।
৭). ডুয়ার্স এলাকা ভূমিকম্প প্রবণতায় কোন অঞ্চল বা জোনের অন্তর্গত ? উ:- জোন-৫ (V)
৮). পরিবেশগত দিক থেকে ডুয়ার্স এলাকা কোন জৈব ভৌগোলিক (Biogeographical) অঞ্চলের  অন্তর্গত? উ:- ইন্দো-মালায়ান (Indo-Malayan) ।
৯). ভারত ও ভুটান সীমান্তে কোন পর্বত শ্রেণী অবস্থিত ? উ:- চোলা পর্বতশ্রেণী; যার উচ্চতম শৃঙ্গ হল ডেলো হিল।
১০). ডুয়ার্সের একটি স্থানের নাম ‘বাগরাকোট’। ভুটিয়া শব্দ ‘কোট’ এর অর্থ কি ? উ:-দূর্গ ।
১১). ডুয়ার্স এলাকায় ইন্দো-ভুটান সীমান্ত প্রহরার কাজে কারা নিযুক্ত আছেন? সশস্ত্র সীমা বল (Sashastra Seema Bal; SSB)
১২). আলিপুরদুয়ার জেলা কবে গঠিত হয় ? উ:- ২৫শে জুন ২০১৪।

খ).  নদ- নদী

১). তিস্তা নদীর উৎপত্তি স্থল কোন রাজ্যে ? উ:- সিকিম ।
২). তিস্তা নদীর দৈর্ঘ্য কত ? উ:- ৪১৪ কি.মি.।
৩). তিস্তা নদীর নাম আছে এমন একটি স্থানের নাম কি ?  উ:- তিস্তা বাজার (সিকিম)।
৪). পশ্চিমবঙ্গের কোন নদী থেকে অসমের কোন নদী পর্যন্ত ডুয়ার্স অঞ্চল বিস্তৃত ?  উ:- পশ্চিমবঙ্গের তিস্তা নদী থেকে অসমের ধনশিরি নদী।
৫). পশ্চিমবঙ্গের ডুয়ার্স এলাকা ও অসমের ডুয়ার্স এলাকার মধ্যে সীমানা চিহ্নিতকারী নদীটির নাম কী ? উ:- সংকোশ নদী।
৬). কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম তিস্তা ? উ:- লাচেন ও লাচুং ।
৭). তিস্তা নদীর পশ্চিমের অঞ্চলকে কি বলে ? উ:- তরাই ।
৮). কোচবিহার জেলার মেখলিগঞ্জে তিস্তা নদীর উপর সেতুটির নাম কি ? উ:- জয়ী সেতু । এটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীসেতু; সেতুর দৈর্ঘ্য ২৭০০ মিটার।
৯). ‘জলঢাকা’ নদীর ভুটিয়া নাম কি ? উ:- ‘দিছু’।
১০). জলঢাকা নদীর দৈর্ঘ্য কত ? উ:- ২৩৬ কি.মি. ।
১১). ভুটান থেকে জলঢাকা  নদী এসে পশ্চিমবঙ্গের কোথায় ঢুকেছে ? উ:- কালিম্পং জেলার ‘বিন্দু’ তে।
১২). ‘ধরলা নদী’ কোন নদীর উপনদী ? উ:- জলঢাকা।
১৩). তোর্সা নদীর উৎপত্তি স্থল কোথায় ? উ:- তিব্বতের চুম্বি উপত্যকা ।
১৪). তোর্সা নদী ভুটানে কি নামে পরিচিত ? উ:- অ্যামো চু ।
১৫). জলদাপাড়া অভয়ারণ্য কোন নদীর ধারে অবস্থিত ? উ:- তোর্সা।
১৬). ডুয়ার্সের ‘ডায়না’ শব্দযুক্ত দুটো নদী আছে, নাম কি কি ?  উঃ- ডায়না ও কুজি ডায়না ।
১৭). ডুয়ার্সের একটি নদীর নাম ‘চেল’।এই চেল শব্দটি কোন ভাষার শব্দ ? উ:- তিব্বতী ভাষার; যার অর্থ-হ্রদ বা গিরিপথ।
১৮). ‘লিস’ ডুয়ার্সের একটি নদীর নাম। লিম্বু ভাষায় এটি একটি সংখ্যা নির্দেশ করে; সংখ্যাটি কত ? উ:- ৪ (চার) ।

গ).  ইতিহাস ও রাজনীতি

১). ডুয়ার্স এলাকা কত সালে ব্রিটিশের অধিকারে আসে ? উ:- ১৮৬৫।
২). ব্রিটিশ অধিকারে আসার আগে ডুয়ার্স এলাকা কার দখলে ছিল ? উ:- কোচবিহার রাজ্যের।
৩). কোন ব্রিটিশ দূত কে ১৮৬৩ সালে ভুটানে পাঠানো হয় ? উ:- অ্যাশলে ইডেন।
৪). ইঙ্গ-ভুটান যুদ্ধে ব্রিটিশ সেনাপতির নাম কি ছিল ? উ:- স্যার জন লরেন্স।
৫). ডুয়ার্সের সবচেয়ে পুরোনো মানচিত্র কোনটি ? উ:- ১৭৭৬ সালের জেমস্ রেনেল প্রকাশিত মানচিত্রটি।
৬). ‘রংপুর বিবরণী’ কার লেখা যেখানে ডুয়ার্স সম্পর্কে অনেক তথ্য  আছে ? উ:- গ্লেফিয়ার ।
৭). কোন চুক্তির মধ্যে দিয়ে ডুয়ার্স এলাকায় ব্রিটিশদের অধিকার কায়েম হয় ? সিঞ্চুলা  চুক্তি।
৮). ‘সিঞ্চুলা চুক্তি’ কত  তারিখে হয় ? উ:- ১১ই নভেম্বর ১৮৬৫।
৯). জলপাইগুড়ি জেলা কত সালে তৈরী হয় ? উ:- ১৮৬৯।
১০). কত সালে ‘পশ্চিম ডুয়ার্স; একটি জেলা হয় ? উ:- ১৮৬১।
১১). ‘১৮৬৯’ সালে জলপাইগুড়ি জেলা প্রতিষ্ঠার আগে, ডুয়ার্স অঞ্চল কোন জেলার অন্তর্গত ছিল এবং জেলা সদর দপ্তর কোথায় ছিল ? উ:- ওয়ের্স্টান ডুয়ার্স জেলা; এর সদর দপ্তর ছিল ময়নাগুড়ি।
১২). ‘পুনাখা চুক্তি’ কবে হয় ? উ:- ৮ই জানুয়ারী ১৯১০।
১৩). আলিপুরদুয়ারের পুরোনো নাম কি ? উ:-ভলকা দুয়ার ।
১৪). আলিপুরদুয়ার মহকুমা কবে প্রতিষ্ঠা হয় ? উ:- ৬ই জুলাই ১৮৭৬ ।
১৫). ‘আলিপুরদুয়ার’ নামটি কার নামের স্মরণে দেওয়া হয়েছে? উ:- কর্নেল হেদায়াৎ আলি।
১৬). আলিপুরদুয়ার মহকুমার প্রথম মহকুমা শাসকের (এস.ডি.ও) নাম কি ? উ:-কর্নেল হেদায়াত আলি ।
১৭). ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা লাভের সময় কোন জেলা পশ্চিমবঙ্গের অন্তর্ভূক্ত ছিল না ? উ:- কোচবিহার ।
১৮). ‘বক্সা ফোর্ট’ কত সালে পরিত্যক্ত ঘোষণা হয় ? উ:- ১৯৫১ সালে।
১৯). ডুয়ার্সে ‘চাল আন্দোলন’ কত সালে হয় ? উ:- ১৯০৬ সালে ।
২০). ডুয়ার্সে ‘টানা ভগৎ আন্দোলন’ কবে হয় ?  উ:- ১৯১৪ সাল থেকে ১৯১৯ সাল পর্যন্ত।
২১). স্বাধীনতার আগে ডুয়ার্সের ব্রিটিশ চা-করদের নিরাপত্তা বাহিনীর নাম কি ছিল ? উ:- ব্রিটিশ মাউন্টেড রাইফেলস্।
২২). ১৯৪২ সালে ঐতিহাসিক ভারতছাড়ো আন্দোলনের সময় ডুয়ার্স এলাকার কোন পুলিশ থানা বিদ্রোহীরা দখল করে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উড়িয়েছিলেন ? উঃ- বর্তমান আলিপুরদুয়ার জেলার ‘কুমারগ্রামদুয়ার’ থানা ।
২৩). ভারতছাড়ো আন্দোলনের সময় ঐতিহাসিক কুমারগ্রামদুয়ার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে ? উ:- মঘা দেওয়ানী (দাস) ওরফে মদন সিং বরুয়া ।
২৪). বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী পোয়াতু দাস রায় এর বাড়ি কোথায় ? উ:- বর্তমান আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামদুয়ার ।
২৫). ডুয়ার্সের কোথায় প্রথম বিশ্বযুদ্ধে যোগদানকারী ইংরেজ সাহেবদের শহীদ স্মারকস্তম্ভ আছে ? উ:- নাগরাকাটার ইউরোপীয়ান ক্লাবের সামনের  প্রাঙ্গণে ।
২৬). ‘তেভাগা শহীদ স্মৃতিস্তম্ভ’ ডুয়ার্সের কোথায় আছে ? উ:-জলপাইগুড়ি জেলার মাটিয়ালী ব্লকের ‘চালসা’ তে ।
২৭). ১৯৪৬ সালে তেভাগা আন্দোলন ডুয়ার্সের কোথায় হয় ? উঃ- জলপাইগুড়ি জেলার মাটিয়ালী ব্লকের নেওড়া- মাঝিয়ালীতে।
২৮). ১৯৪৬ সালে ডুয়ার্সের তেভাগা আন্দোলনে কতজন শহীদ মৃত্যুবরণ করেছিলেন ? উ:- ১১ (এগারো) জন।
২৯). আলিপুরদুয়ার পৌরসভা কবে হয় ? উ:- ৭ই ফেব্রুয়ারী ১৯৫৭ সালে ।
৩০). ডুয়ার্সের গ্রামে গ্রামে গান্ধীপূজা কে প্রবর্তন করেন ? উ:- আলিপুরদুয়ারের চন্দ্রদীপ -কুলদীপ।
৩১).  ‘ডুয়ার্স গান্ধী’ নামে কে পরিচিত ? উ:- যজ্ঞেশ্বর রায় বর্মন। বাংলা ১৩০৭ সনের জৈষ্ঠ্য মাসের ৭তারিখ জন্ম নেন।
৩২). ডুয়ার্স গান্ধী ওরফে ভুটান গান্ধী ওরফে তারকাটা ঠাকুর কার নাম ? উ:- নলিনীমোহন পাকড়াশী ।
৩৩). পশ্চিমবঙ্গের পূর্বতন মূখ্যমন্ত্রী জ্যোতি বসু ডুয়ার্সের  কোন কেন্দ্র থেকে বিধানসভায় জিতেছিলেন ? উ:- ‘রেলওয়ে শ্রমিক কেন্দ্র’- বর্তমান জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ‘দোমোহনী’।
৩৪). এক বিখ্যাত শ্রমিক নেতার ডাকনাম ছিল ‘পটল’। ওনার প্রকৃত নাম কি ? উ:- দেবপ্রসাদ ঘোষ ।
৩৫). মালবাজার থেকে বনমন্ত্রী হয়েছিলেন; তার নাম কি ? উ:-  পরিমল মিত্র ।
৩৬). মালবাজার বিধানসভা আসনটি কাদের জন্য সংরক্ষিত ? উ:- তপশিলী উপজাতিদের ।
৩৭). ডুয়ার্সের কে প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার হয়েছিলেন ? উ:- আলিপুরদুয়ারের পীযুষকান্তি মুখোপাধ্যায় ।

গ). বন ও বন্যপ্রাণী

১). ডুয়ার্সে যে শালগাছ পাওয়া যায় তার বিজ্ঞান সম্মত নাম কি? উ:-শরিয়া রোবাস্টা (Shorea robusta) ।
২). ‘জলদাপাড়া’ জাতীয় উদ্যান  কোন জেলায় অবস্থিত ? উ:- আলিপুরদুয়ার।
৩). জলদাপাড়া অভয়ারণ্য কতসালে প্রতিষ্ঠা হয় ? উ:-  ১৯৪১ সালে ।
৪). ‘চাপড়ামারী’ অভয়ারণ্য-র নামের উৎস কী ? উ:-  জলঢাকা নদীতে পাওয়া চাপড়া মাছের নাম থেকে এসেছে চাপড়ামারী নাম। যদিও বর্তমানে এই মাছ অবলুপ্ত প্রায়।
৫). ‘চাপড়ামারী অভয়ারণ্য’ কোথায় অবস্থিত ? উ:- জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকে।
৬). চাপড়ামারী  কতসাল থেকে অভয়ারণ্য হয় ? উ:- ১৯৪৯ সাল থেকে ।
৭). গরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ? উ:- জলপাইহুড়ি জেলায় ময়নাগুড়ি ব্লকে।
৮). কত সালে গরুমারা অভয়ারণ্যের স্বীকৃতি পায় ? উ:- ১৯৭৬।
৯). কত সালে গরুমারা জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি পায় ? উ:- ১৯৯৪  ।
১০). গরুমারাতে অবস্থিত পক্ষী পর্যবেক্ষণ কেন্দ্রের নাম কী ? উ:-চুকচুকি ।
১১). বক্সা ব্যাঘ্র প্রকল্প কত সালে ঘোষিত হয় ? উ:- ১৯৮৩ ।
১২). ডুয়ার্সে পাওয়া গন্ডারের বিজ্ঞানসম্মত নাম কি ? উ:- রাইনোসেরস ইউনিকরনিস (Rhinoceros unicornis)।
১৩). ডুয়ার্সে যে গন্ডার পাওয়া যায়, তার কয়টি শৃঙ্গ আছে ? উ:- একটি।
১৪). গন্ডারের খড়্গ আসলে কী দিয়ে তৈরী হয় ? উ:- কেরাটিন জাতীয় জৈব প্রোটিন দিয়ে; যা চুল ও নখে পাওয়া যায় ।
১৫). ইংরেজী ‘এলিফ্যান্ট ’(ELEPHANT) শব্দটির উৎস কি ? উ:- গ্রিক শব্দ এলিফাস। যেটি মূলতঃ হাতির দাঁতকে বোঝায়।
১৮). ভারতীয় হাতির বিজ্ঞান সম্মত নাম কি ? উ:- এলিফাস মাক্সিমাস ইন্ডিকাস (Elephas maximus indicus.)।
১৯). হাতির পূর্বপুরুষদের নাম কি ? উ:- ম্যামথ; এরা এশিয়া, আফ্রিকা ও আমেরিকায় প্রায় ৪,৫০০ বছর আগে বাস করতো।
২০). পৃথিবীতে হাতির কয়টি প্রজাতি? কি কি ? উ:- ২ টি। আফ্রিকান হাতি  ও এশিয়ান হাতি।
২১). হাতির মস্তিস্কের ওজন কত ? উ:- পাঁচ কেজি।
২২). হাতি একদিনে কত কেজি পর্যন্ত খাওয়ার খেতে পারে ? উ:- ১৫০ কেজি ।
২৩). হাতি সারাদিনে কত সময় খাওয়ার জন্য ব্যায় করে ? উ:- ১২-১৮ ঘন্টা ।
২৪). হাতি একবারে কি পরিমাণ জল পান করে শুঁড় দিয়ে ? উ:- ১৪ লিটার ।
২৫). একটি পূর্ণ বয়স্ক হাতি সপ্তাহে  কি পরিমাণ মল পরিত্যাগ করে ? উ:- প্রায় এক টন ।
২৬). হাতির শুঁড়ে পেশীর সংখ্যা কত ? উ:- প্রায় দেড় লক্ষ।
২৭). হাতির দেহের চামড়া কতটা পুরু ? উ:-  গড়ে ২.৫ সেমি।
২৮). হাতি কয় ঘন্টা ঘুমায় ? উ:- দিনরাত মিলিয়ে ৪ (চার ) ঘন্টা।
২৯). হাতির শরীরের তাপমাত্রা কোন অঙ্গ নিয়ন্ত্রণ করে ? উ:- হাতির কান।
৩০). হাতি কি লাফ দিতে পারে ? উ:- না ।
৩১). হাতি কি আয়নায় সৃষ্ট প্রতিবিম্ব চিনতে পারে ? উ:- হ্যাঁ পারে।
৩২). ভারতীয় হাতির গড় আয়ু কত ? উ:- প্রায় ৭০ (সত্তর) বছর ।
৩৩). হাতিদের গর্ভধারণ কাল থাকার সময় কত ? উ:- প্রায় দুই বছর ।
৩৪). হাতি ধুলোও কাদা দিয়ে স্নান করে কেন ? উ:- শরীরকে পরিস্কার রাখার জন্য।
৩৫). হাতি কোন প্রাণীদের ভয় পায় ? উ:- মৌমাছি ও পিঁপড়ে।
৩৬). হাতির পালের নেতৃত্ব পুরুষ না মহিলা  হাতি দেয় ? উ:- মহিলা হাতি ।
৩৭). ‘মাকনা’ হাতি কাদের বলে ? উ:- গজদন্ত বিহীন পুরুষ হাতিকে ।
৩৮). পৃথিবীর সবচেয়ে ছোটো জাতের হাতিদের কি বলে ? উ:- পিগমি হাতি (উচ্চতা-৮.২ ফুট)। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার বনে এদের দেখা মেলে।
৩৯). হাতি পোষ মানানোর কাজ যারা করেন তাদের কি বলে? উ:- মাহুত ।
৪০). হাতিদের যেখানে রাখা হয়, তাকে কি বলে ? উ:- পিলখানা ।
৪১). ডুয়ার্সের হাতিকে কোন দেবতা হিসেবে পূজা করা হয় ? উ:- মহাকাল।
৪২) কোন হাতির নামের স্মৃতিতে পর্যটকদের জন্য নজরমিনার তৈরী হয়েছে ? উ:- বনবিভাগের কুনকি হাতি ‘যাত্রাপ্রসাদ’; মিনারটি গরুমারা জাতীয় উদ্যানে রয়েছে ।
৪৩). কোন পূজার দিন পশ্চিমবঙ্গের বনদপ্তর হাতিপূজা  করে ? উ:- বিশ্বকর্মা পূজার দিন ।
৪৪). হাতির দু’টি বিষয় বাগধারায় বহু ব্যবহৃত হয়। বিষয়গুলি কি কি ? উ:- হাতি পোষা - (অতি ব্যয়সাধ্য কাজের দায়িত্ববহন করা) ও হাতির খোরাক -(বিপুল পরিমাণ খাদ্য)।
৪৫). ‘রাজা ভাতখাওয়া ফরেস্ট’ কোন জেলায় রয়েছে ? উ:- আলিপুরদুয়ার জেলায়।
 

ঘ). পর্যটন, উল্লেখযোগ্য স্থান ও বিষয়

১). ডুয়ার্সের কোথায় একসময় কয়লা উত্তোলিত হোত ? উ:-বাগরাকোট এলাকা ।
২). ‘Gateway of Dooars’ কোন শহরকে বলা হয়? উ:- ময়নাগুড়ি।
৩). ‘বক্সা ফোর্ট’ কত ফিট উচ্চতায় অবস্থিত? উ:- ২,৮৪৪ ফিট।
৪). ডুয়ার্সের একটি স্থানের নাম ‘খুনিয়া’ মোড়; এটি কোন ব্লকে? উ:- নাগরাকাটা।
৫). ডুয়ার্সের মালবাজার শহরটি কোন নদীর ধারে অবস্থিত ? উ:- মাল নদী।
৬). ‘হেভেন অব্ ডুয়ার্স’ কোনটি ? উ:- বক্সা পাহাড়ের উপরে লেপচাখা  গ্রাম ।
৭). ‘ভোরের আলো’ পর্যটন কেন্দ্র কোথায়  অবস্থিত ? উ:- গজোলডোবা।
৮). লাটাগুড়িতে ‘লালপুল’ কোন নদীর উপরে ? উ:-নেওড়া নদী ।
৯). ‘চেল ক্লাব’ কোথায় অবস্থিত ? উ:- মালবাজার ।
১০). ডুয়ার্সের প্রথম গুম্ফা কোথায় কত সালে হয় ? উ:- ১৯৩৬ সালে, গাঙ্গুটিয়া চা বাগানে ।
১১). ‘মজিদখানা’ নিয়ে একটি প্রচলিত ছড়া – ‘‘চাঁদ কায়েত ভেলা কায়েত হুজুরেতে থানা।বেটা নাই পুত্র নাই কান্দে মজিদ খানা ।’’–এই মজিদখানা কোন জেলায় অবস্থিত ? উ:- আলিপুরদুয়ার ।
১২). ময়নাগুড়ি পেটকাটি মন্দিরে  থাকা মূর্তির নীচে দুটো প্রাণী দেখা যায়, তাদের নাম কি ? উ:-শেয়াল  ও প্যাঁচা।
১৩). ‘পেটকাটি মাও’ মন্দিরে মূর্তির মুখটি কার আদলে তৈরী হয়েছে ? উ:- গৌতম বুদ্ধ।
১৪).  জল্পেশ মন্দিরটি ভগবান শিবের মন্দির। এই শিবের নাম কি ? উ:- ‘জল্পেশ্বর’ শিব।
১৫). জল্পেশ মন্দিরটি কোন নদীর তীরে অবস্থিত ? উ:- জরদা
১৬). জল্পেশের শিব লিঙ্গ কি প্রকারের ? উ:- জল লিঙ্গ- অনাদি ও বলা হয়।
১৭). কে জল্পেশ মন্দির প্রতিষ্ঠা করেন ? উ:- ১৫২৪ সালে কোচ মহারাজা বিশ্ব সিংহ।
১৮). জল্পেশ মন্দিরের উচ্চতা কত ? উ:- ১২৭ফুট।
১৯). জল্পেশ মন্দির চত্ত¡রে বিশাল পুকুরটির নাম কি ? উ:- ‘সুবর্ণ কুন্ড’।
২০). জল্পেশ মন্দিরটি ময়নাগুড়ির কোন পরগনায় অবস্থিত ? উ:- চাপগড়।
২১). কোন দুই কোচবিহারের মহারাজা জল্পেশ মন্দির সংস্কার করেন ? উ:- প্রাণনারায়ণ ও মোদনারায়ণ।
২২). কত সালে জলপাইগুড়ি রায়কত রাজপরিবারে রানী জগদেশ্বরী দেবী জল্পেশ মন্দির পুন:প্রতিষ্ঠা করেছিলেন ?  উ:- ১৮৯৯ সালে।
২৩).  জল্পেশে বাংলা কোন মাসে মেলা হয় ? উ:- শ্রাবণ মাস
২৪). জটিলেশ্বর মন্দিরের আরেকটি নাম কি ? উ:- পূর্বদহর মন্দির ।
২৫). ‘জটিলেশ্বর মন্দির’ টি ভারতীয় ইতিহাসের কোন যুগে সৃষ্টি বলে অনুমান করা হয় ? উ:- গুপ্তযুগে (৩২০ খ্রীষ্টাব্দ থেকে ৬০০ খ্রীষ্টাব্দ)।
২৬). নল রাজার গড় কোথায় অবস্থিত ? উ:- আলিপুরদুয়ার জেলার চিলাপাতা বনাঞ্চলে।                                      
 

ঙ).  যোগাযোগ

১). সেবকে তিস্তা নদীর উপর সেতুটির নাম কি ? উ:-করোনেশন সেতু।
২). সেবকের সেতু দিয়ে কত নম্বর জাতীয় সড়ক গিয়েছে ? উ:- এন.এইচ.১৭ (NH17) পূর্বনাম ছিল ৩১ সি (NH31C) ।
৩). করোনেশন সেতু কাদের স্মৃতিতে তৈরী হয় ? উ:- গ্রেট ব্রিটেনের রাজা ষষ্ঠ জর্জ এবং রাণী এলিজাবেথ এর রাজ্যাভিষেক উপলক্ষ্যে (১৯৩৭)।
৪). এই সেতুর ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেছিল ? উ:- জন এন্ডারসন, তদানীন্তন বাংলার  গভর্নর; ১৯৩৭ সালে।
৫). কত সালে এই সেতু খুলে দেওয়া হয় ? উ:- ১৯৪১।
৬). সেবক ব্রীজের স্থানীয় নাম কি ? উ:- বাঘপুল ।                
৭). এই ব্রীজের নকশা কে তৈরী করেন ? উ:- জন চেম্বারস, পি.ডব্লুই.ডি.দার্জিলিং ডিভিশন,এক্সিকিউটিভ ইঞ্জিনীয়ার ছিলেন।
৮). কোন ঠিকাদারী সংস্থা এই সেতু তৈরী করেন ? উ:- মেসার্স জে. সি. গ্যামন, তদানীন্তন বোম্বাই এর।
৯). ‘BDR’ এর পুরো নাম কি ? উ:- Bengal Dooars Railway.
১০). N. F. Railway র পুরোটা কি ? উ:- North East Frontier Railway; উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে ।
১১). ডুয়ার্সের কোন শহরে North East Frontier Railway  -র বিভাগীয় দপ্তর রয়েছে ? উ:- আলিপুরদুয়ার জংশনে।
১২). Bengal Dooars Railway. –র এক সময়ের সদর দপ্তর কোথায় ছিল ? ময়নাগুড়ি ব্লকের দোমোহনি তে।


চ). শিক্ষা

১). ‘অ্যাকাউন্ট অব দি ডিস্ট্রিক্ট অব রংপুর’ কে, কত সালে লিখেছেন ? উ:- ফ্রান্সিস বুচানন হ্যামিলটন, ১৮১০ সালে ।
২). ডুয়ার্সের বানারহাটে সরকারী হিন্দী কলেজটির নাম কি ? উ:- কাঁর্তিক ওঁরাও স্মৃতি সরকারী  হিন্দী কলেজ।
৩). আলিপুরদুয়ারে এডওয়ার্ড মেমোরিয়াল লাইব্রেরী কত সালে তৈরী হয় ? উ:- ১৯১৭ ।
৪). আলিপুরদুয়ারে এডওয়ার্ড মেমোরিয়াল লাইব্রেরী কার স্মৃতিতে তৈরী হয় ? উ:- ব্রিটেনের রাজা সপ্তম এডওয়ার্ডের ।
৫). আলিপুরদুয়ারের ম্যাকউইলিয়াম হাইস্কুল কত সালে তৈরী হয় ? উ:- ১৯৩৭ ।
৬). ম্যাকউইলিয়ামের পুরো নাম কি ? উ:- পিটার নিশ্ ম্যাকউইলিয়াম (১৯০৬- ১৯৯৯); আলিপুরদুয়ারের এস.ডি.ও. ছিলেন ১৯৩৩ সাল।
৭). আলিপুরদুয়ার কলেজ কত সালে স্থাপিত হয় ?  উ:-১৯৫৫ সালে ।
৮). সংবিধানের অষ্টম তফসিলে কত তম সংশোধনের মধ্য দিয়ে ‘বোডো’ ভাষা  এবং ‘সাঁওতালী’ ভাষা অন্তর্ভুক্ত হয় ? উ:- ৯২তম সংশোধন ২০০৩ সালে ।
৯). সংবিধানের ৮ম তফশিলে মোট কয়টি স্বীকৃত ভাষা আছে ? উ:- ২২টি ।
১০). ডুয়ার্সের একটি চা- বাগানের নাম ‘নাগেশ্বরী’। ডুয়ার্সে একটি গাছের নাম ও নাগেশ্বর বা নাগেন্তরি । এর বিজ্ঞান সম্মত নাম কি ? উ:- মেসুয়া ফেরা( Mesua ferra) ।
১১). চা-বাগান কেন্দ্রীক উপন্যাস ‘রিভার ভিউ টি এস্টেট’ এর লেখক কে ? উ:- কানাইবল্লভ গোস্বামী ।
১২). পৃথিবীর প্রথম চা কোম্পানী কোথায় তৈরী হয় ? কোম্পানীর নাম কি ছিল ? কবে তৈরী হয় ? অন্যতম মালিক কে ছিলেন ? উ:- ভারতবর্ষের কোলকাতায় ‘দি আসাম কোম্পানী’ ১৮৩৯ সালে দ্বারকানাথ ঠাকুর ।

ছ).  জাতি ও জনজাতি

১). ‘ওম্ টাং গেরা –নিন্ ওয়াফু –মং’ দেবতা কাদের দেবতা ? উ:- লিম্বু ।
২). ‘ডুয়ার্সে লিম্বু’ মন্দির কোথায় আছে ? উ:- জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের ক্যারন চা বাগান  ।
৩). লিম্বু নৃত্যের নাম কি ? উ:- কে ল্যাং ।
৪). ‘বাক্ পা’ নৃত্য কাদের ? উ:- তামাং জনজাতিদের ।
৫). ‘কেরাই পূজা’ কাদের ? উ:- মেচ জনজাতিদের ।
৬). টোটো জনজাতিদের পুরোহিতকে কি বলে ? উ:- কাইজি ।
৭). মেচ ভাষায় নৃত্যকলা কে কি বলে ? উ:-‘ মৌসা নাই ’ ।
৮). ‘হাঙ্গাঁয় সানি’ কাদের নৃত্য ? উ :- রাভা ।
৯). বাসূরুম্বা– বসন্তোৎসবের নৃত্য কেন জনজাতির ? উ:- মেচ জনজতির ।
১০). কালচিনি ব্লকের কোন এলাকায় ‘গারো’ উপজাতি লোকেরা বসবাস করেন ? উ:- গারোপাড়া ।
১১). গারোদের যুদ্ধ নৃত্যের নাম কি ? উ:- গ্রিকা ।
১২). বক্সা পাহাড়ে বসবাসকারী উপজাতি কৌমের নাম কি? উ:- ডুকপা ।
১৩). ‘লোসার উৎসব’ কারা পালন করেন ?  ডুকপারা ।
১৪). ‘কুরুখ’ ভাষায় কোন সম্প্রদায়ের আদিবাসীরা কথা বলেন?  ওঁরাও ।
১৫). ‘কুরুখ’ ভাষা শ্রেণীবিভাগ অনুযায়ী কি জাতীয় ? দ্রাবিড় ভাষা ।
১৬). ‘সাদারি’ ভাষার আরেকটি নাম কি ?  নাগপুরি ।
১৭). ‘মুন্ডারী’ ভাষায় কারা কথা বলেন ?  মুন্ডা জনজাতি।
১৮). মুন্ডারী ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্গত ? উ:- অস্ট্রো -এশীয় ভাষা পরিবারে ।
১৯). করম গাছের বিজ্ঞান সম্মত নাম কি ? এর আরেকটি নাম কি ? উ:- হলদিনা করডিফোলিয়া; দাকরুম ।
২০). ‘টোটোপাড়া’ কোন থানা এলাকার অর্ন্তগত ? উ:- মাদারিহাট থানার অন্তর্গত। টোটোপাড়া ছয়টি গ্রামে বিভক্ত- পঞ্চায়েতগাঁও, মণ্ডলগাঁও, সুব্বাগাঁও, মিত্রঙগাঁও, পূজাগাঁও এবং ধুমচিগাঁও।

 

ঞ).  সংস্কৃতি

১). কোন প্রাচীন পুরাণ গ্রন্থে জল্পেশের নাম উল্লেখ আছে ? উ:-কালিকাপুরাণ।
২). বঙ্কিমচন্দ্রের ‘দেবী চৌধুরানী’ উপন্যাসের পটভূমি কোন  বনাঞ্চল ? উ:- বৈকুন্ঠপুর বনাঞ্চল ।
৩). আলিপুরদুয়ার শহরের বিজয়গোপাল ঘোষ ১৯২৮ সালে একটি পত্রিকা বের করেন। তার নাম কি ? উ:- ‘দুয়ারবাসী’।
৪). বিজয়গোপাল ঘোষ কত সালে ‘ডুয়ার্সবার্তা’ নামে একটি পাক্ষিক সংবাদপত্র বের করেন? উ:- ১৯৫৬ সালে ।
৫). আলিপুরদুয়ারের বিধায়ক পীযুষকান্তি মুখোপাধ্যায় ১৯৫৮ সালে একটি পত্রিকা বের করেন, তার নাম কি ? উ:- ‘চলাচল’ পাক্ষিক পত্রিকা ।
৬). বীরপাড়ার কবি তুষার বন্দ্যোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম কি ছিল ? উ:- বনভূমি।
৭). ‘ঘ্যাচাং বৈরাগী’ নামে কে পরিচিত ? উ:- বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রাণবল্লভ ব্রজবাসী ।
৮). কোন বিখ্যাত বাঙালী কবি বক্সা দূর্গে বন্দী ছিলেন ? উ:-সুভাষ মুখোপাধ্যায় (১৯৫০)।
৯). বক্সা জেল নিয়ে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কবিতা বা কাব্যগ্রন্থের নাম কি ? উ:- ‘মেঘের গায়ে জেলখানা’।
১০). ‘বক্সা ক্যাম্প’–এর লেখক কে ? উ:- অমলেন্দু দাসগুপ্ত ।
১১). ‘বক্সার পারে দেউলি’ কার লেখা ? উ:- বিপ্লবী নিকুঞ্জ সেন ।
১২). সমরেশ মজুমদারের লেখা ‘উত্তরাধিকার’ উপন্যাসটি  একটি চা বাগান কে কেন্দ্র করে লেখা। সেই উপন্যাসে চা-বাগানটির কি নাম আছে ? ‘স্বর্গছেঁড়া’ চা-বাগান ।
১৩). ‘সামচির ভুটানী মেয়ে গয়েরকাটার হাটে এনেছিল সোনালী আপেল’ -কোন কবি লিখেছেন? উ:- কবি তুষার বন্দ্যোপাধ্যায় ।
১৪). ‘ডুয়ার্স প্রাঙ্গন থেকে’ বইটির লেখক কে ? উ:- অনিল গঙ্গোপাধ্যায় ।
১৫). ‘ডুয়ার্স থেকে দিল্লী’ বইটির লেখক কে ? উ:- দেবপ্রসাদ রায়।
১৬). ডুয়ার্সের ‘চারণকবি’ কাকে বলা হয় ? উ:- লাল শুকরা ওঁরাও ।
১৭). ‘খামবাং’ কি ? উ:- জনজাতি ব্যবহৃত কাঠের লম্বা ঢোল।
১৮). হাতির দাঁতের তৈরী ‘ডমরু’ কি নাম ? উ:- খুন্দর;  (তামাং জনজাতির)।
১৯). সাদ্রীভাষায় প্রথম নাটক ‘রৌরেমন’ এর  লেখক কে ? উ:- সনৎকুমার চট্রোপাধ্যায় ।
২০). ‘‘গয়েরকাটার নন্দ, গায়ে কাঠের গন্ধ’’- এই কবির নাম কি ? উ:- শক্তি চট্টোপাধ্যায় ।
২১). ‘‘চায়ের পিয়াসি পিপাসিত চিত আমরা চাতক-দল।
দেবতারা কন সোমরস যারে সে এই গরম জল’’ -কোন বিখ্যাত কবি লিখেছেন ? উ:- কাজী নজরুল ইসলাম; চা-স্তোত্র; গীতিগ্রন্থ, গীতি-শতদল (১৯৩৪)।
২২). ১৯৯৫ সালে চা-গাছের কথা নিয়ে দেশ পত্রিকায় ধারাবাহিক উপন্যাস ‘চা-মাটি-মানুষ’ প্রকাশিত হয় । লেখক কে? উ:- বীরেশ্বর বসু ।
২৩). সিনেমার জন্য শুটিং এর জন্য সত্যজিত রায় কবে ডুয়ার্সের আসেন ? উ:- ১৯৬৪ সালে; মালবাজারে ‘কাপুরুষ মহাপুরুষ’ ছবির শুটিং এ ।
২৪).  সাদরি ভাষায় ধাঁধাকে কি বলে ? উ:- বুঝয়েইর।
 

ট).  চা শিল্প

১). চা-গাছের বিজ্ঞানসম্মত নাম কি ? উ:- ক্যামেলিয়া  সাইনেনসিস (Camellia sinensis)।
২). ডুয়ার্সের চা চাষের সূচনা কত সালে ? উ:- ১৮৭৪
৩). ডুয়ার্সের প্রথম চা বাগান কোনটি ? উ:- গজলডোবা চা বাগান (এখন লুপ্ত); প্রথম ম্যানেজার ছিলেন ডা: ব্রুহাম।
৪). কোন ভারতীয়, কত সালে ডুয়ার্সে প্রথম চা বাগান  খোলার অনুমতি পান ? উ:- মুন্সি রহিম বক্স; ১৮৭৭ সালে।
৫).  কোন আইনের বলে ডুয়ার্সে একের পর এক চা বাগান তৈরী হয় ? উ:- ১৮৭৪ সালের ‘ওয়েস্ট ল্যান্ড অ্যাক্ট’ ।
৬). ডুয়ার্সের প্রাচীন কোন চা বাগানের নামের সাথে ‘মোগল’ শব্দটি যুক্ত আছে ? বানারহাট ব্লকের মোগলকাটা চা বাগান ।
৭). ডুয়ার্সে কোন চা বাগিচার নাম সরস্বতী পূজার সাথে যুক্ত রয়েছে ? উঃ- বানারহাট ব্লকের পলাশবাড়ি চা বাগান।
৮). ডুয়ার্সের কোন চা বাগিচার নামের সাথে বাংলাদেশের জাতীয় ফলের নাম যুক্ত রয়েছে ? উঃ- বানারহাট ব্লকের কাঁঠালগুড়ি চা বাগান।
৯). চা পাতায় কোন উপক্ষার থাকে ? উ:- ট্যানিন ও থেইন।
১০). চা উৎপাদনে ভারতবর্ষে পশ্চিমবঙ্গ কততম স্থান দখল করে আছে ? উ:- দ্বিতীয় ।
১১). কত সালে নাগরাকাটাতে টি রিসার্চ কেন্দ্র তৈরী হয় ? উ:-১৯৫২ ।
১২). ‘CTC’ চা বলতে কি বোঝায় ? উ:- Cut, Tear, Curl বা Crush, Tear, Curl.
১৩). ‘CTC’ চা র আবিস্কারক কে ? উ:- আসামের আমগুরি চা-বাগানের ম্যানেজার উইলিয়াম ম্যাককার্চার (William Makercher); ১৯৩১ সালে ।
১৪).  TRA এর পুরো নাম কি ? উ:- টি রিসার্চ অ্যাসোসিয়েশন (Tea Research Association)।
১৫). ডুয়ার্সের একটি চা বাগানের নাম ‘নাগেশ্বরী’। এখানে একটি গাছের নামও নাগেশ্বর বা নাগেশুরি। এর বিজ্ঞান সম্মত নাম কী ? মেসুয়া ফেরা  (Mesua ferra)।
১৬). তিন ‘T’ বলতে কি বোঝায় ? Tea (চা), Timber (কাঠ), Tourism (পর্যটন)।
১৭). কত সালে স্বাধীন ভারতবর্ষে ‘চা অ্যাক্ট’ বলবৎ হয় ? উ:- ১৯৫৩ সালে ।
১৮).  ‘DBITA’ এর পুরো নাম কি ? উ:- Dooars Branch of the Indian Tea Association  (ডুয়ার্স ব্রাঞ্চ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন)।
১৯).  ‘DBITA’ এর সদর দপ্তর কোথায় ? উ:- বিন্নাগুড়ি।
২০). ITPA এর পুরো নাম কি? উ:- Indian Tea Planters Association (ইন্ডিয়ান টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন) ।
২১). সি.টি.সি চায়ের একটি প্রকারভেদ এর নাম– BOP (বি.ও.পি.) পুরো নাম কি ? উ:- (Broken Orange Pekoe) (ব্রোকেন অরেঞ্জ পিকো) ।
২২). ডাস্ট চায়েরে একটি ভ্যারাইটি হল – (P.D.) পি.ডি. এর পুরোটা কি ? উ:- Pekoe Dust (পিকো ডাস্ট) ।
২৩). পৃথিবীর প্রথম চা কোম্পানী কোথায় তৈরী হয় ? কোম্পানীর নাম কী ছিল ? কবে তৈরী হয় ? অন্যতম মালিক কে ? উ:- ভারতবর্ষের কোলকাতায়। দি আসাম কোম্পানী। ১৮৩৯ সালে। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
২৪). ‘‘বর্ণনাটা ক্ষ্যান্ত করি, অনেকগুলো কাজ বাকি আছে চায়ের নেমন্তন্ন, এখনো তার সাজ বাকি’’- কে লিখেছিলেন ? উ:- রবীন্দ্রনাথ ঠাকুর; পূরবী- শিলঙের চিঠি।
২৫). ‘‘দেয়ার ক্যান বি নো পলিটিকস উইদাউট টি’’- কার উক্তি? উ:- নেতাজী সুভাষ চন্দ্র বসু ।
২৬). The Development of tea industry in the District of Jalpaiguri -1869-1968 .  বইটি কার লেখা ? উ:– বি. সি. ঘোষ (B.C. Ghosh; 1970)।
২৭). ‘চা-বৃত্তান্ত’ বইটির লেখক কে ? উ:- ডঃ সমীরেন্দ্র প্রসাদ চক্রবর্তী।
২৮). ‘চায়ের সাতকাহন’ বইটির লেখক কে ? উ:- রাম অবতার শর্মা ।
২৯). ‘চায়ের পাঁচালি’ কে লিখেছেন ? উ:- তপন দেব ।
৩০). চা বাগান কেন্দ্রীক উপন্যাস ‘রিভার ভিউ টি এস্টেট’ এর লেখক কে ? উ:- কানাই বল্লভ গোস্বামী।
৩১). ডুয়ার্সের কোন চা বাগানে অশোককুমার, বৈয়জন্তীমালা অভিনীত ও তপনসিংহ পরিচালিত ‘হাটেবাজারে’ ছবির শ্যুটিং হয়েছিল ? উ:- রেডব্যাঙ্ক চা - বাগান।

 

Join our mailing list Never miss an update