শিক্ষা মহলের পক্ষ থেকে সাংবাদিককে সংবর্ধনা; ২২ জুলাই ২০১৭; উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত
বানারহাট, ২১ জুলাই: ডুয়ার্সের শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী মহলের পক্ষ থেকে শুক্রবার উত্তরবঙ্গ সংবাদের নাগরাকাটার সাংবাদিক শুভজিৎ দত্তকে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি নাগরাকাটা উচ্চবিদ্যালয়ের তিনজন কৃতী ছাত্রছাত্রী এবং শিক্ষামিত্র পুরস্কারপ্রাপ্ত নাগরাকাটা রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিতাভ বোসকেও সংবর্ধনা জানানো হয়। এদিনের সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের বিশিষ্ট শিক্ষাবিদ তথা লেখক ডঃ আনন্দগোপাল ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন টি এসোশিয়েশন অফ ইন্ডিয়া-র সম্পাদক তথা নাগরাকাটা উচ্চবিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র রাম অবতার শর্মা, ডুয়ার্সের বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ব্রজগোপাল ঘোষ, বেলাকোবা ডায়েট এর অধ্যাপিকা শর্মিষ্ঠা মজুমদার, নাগরাকাটা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পিনাকী সরকার, বানারহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকল্যাণ ভট্টাচার্য, চিকিৎসক পার্থপ্রতিম বসু প্রমুখ। রাম অবতার শর্মা বলেন, আমরা ডুয়ার্সবাসীর পক্ষ থেকে শুভজিৎ দত্তকে সংবর্ধনা জানিয়েছি তাঁর কাজের জন্য। পাশাপাশি শিক্ষারত্ন অসিতাভ বোস এবং বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতী তিন ছাত্রছাত্রীকেও সংবর্ধনা জানানো হয়েছে।