বানারহাটে প্রতিবন্ধী দিবস উদযাপন; ১০ ডিসেম্বর ২০২০; উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত
বানারহাট, ৯ ডিসেম্বর: বুধবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বানারহাটে বিশ্ব প্রতিবন্ধী ওয়েলফেয়ার সোসাইটির তরফে বানারহাট তারাচাঁদ ময়দানে বানারহাট ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার বিশেষভাবে সক্ষমদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষভাবে সক্ষমদের একটি র্যালি তারাচাঁদ ময়দান থেকে শুরু হয়ে বানারহাটের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এছাড়া প্রায় ২০০ দুঃস্থকে কম্বল ও শীতবস্ত্র দেওয়া হয়।
সম্প্রতি সমাজ ও সেবারত্ন পুরস্কারপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী অঞ্জু প্রধান এবং গত বছর স্বাস্থ্যক্ষেত্রে অবদানের জন্য ডঃ আব্দুল কালাম পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক ডাঃ পার্থপ্রতিমকে মানপত্র দিয়ে সম্মাননা জানানো হয়। আয়োজক সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক তথা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে রোল মডেল পুরস্কারপ্রাপক উমাশংকর পাসোয়ান বলেন, ‘প্রতি বছর এই দিনে আমরা প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠান করে থাকি। বিশেষভাবে সক্ষমদের মনোবল বাড়াতে এবং তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আমাদের এই প্রয়াস জারি থাকবে।’ অনুষ্ঠানে ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার, বানারহাট-১ পঞ্চায়েতের উপপ্রধান তবারক আলি প্রমুখ উপস্থিত ছিলেন।