ডুয়ার্স জুড়ে ‘ডুয়ার্স ডে’ পালিত

ডুয়ার্স জুড়ে ‘ডুয়ার্স ডে’ পালিত

ডুয়ার্স জুড়ে ‘ডুয়ার্স ডে’ পালিত; ২০ নভেম্বর ২০১৪, বৃহস্পতিবার; উত্তরের সারাদিন পত্রিকায় প্রকাশিত
নিজস্ব প্রতিনিধি, বানারহাট, ১৯ নভেম্বর: ডুয়ার্সের সকল জাতি ও ধর্মের মানুষের মধ্যে মেলবন্ধন সুদৃঢ় করার লক্ষে জানুয়ারির ১৪ তারিখ দিনটিকে ‘ডুয়ার্স ডে’ হিসেবে পালনের জন্য এবারও তোড়জোড় শুরু হয়ে গেল। বিগত ২০১১ সাল থেকে বেসরকারি উদ্যোগে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে ‘ওদলাবাড়ি থেকে কুমারগ্রাম’ সমস্ত ডুয়ার্স জুড়েই ‘ডুয়ার্স ডে’ পালিত হচ্ছে। ডুয়ার্সের বিভিন্ন ভাষাভাষী ও জনজাতির মধ্যে মৈত্রীর বন্ধন সুদৃঢ় করার লক্ষেই এই আয়োজন। ডুয়ার্স ডে পালনের অঙ্গ হিসেবে নেওয়া হয়েছে বেশ কিছু কর্মসূচিও। জাতি-ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে সর্বজনীন উৎসব হয়ে উঠবে ‘ডুয়ার্স ডে’ এই আশা উদ্যোক্তাদের।
    এই বছরও ডুয়ার্স ডে পালনের লক্ষে ইতিমধ্যেই গড়া হয়েছে ডুয়ার্স ডে উদযাপন কেন্দ্রীয় কমিটি। এই কমিটির সভাপতি রেজা করিম জানান. ‘কোনও একটি জায়গা কেন্দ্রিক জাঁকজমক পূর্ণ বড়সড় অনুষ্ঠান অথবা নির্দিষ্ট কোনও ধর্মকেন্দ্রিক অনুষ্ঠান সচরাচর যেমন হয়, তেমন কোনও অনুষ্ঠান করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা চাই যেভাবে ডুয়ার্সের মানুষ দুর্গাপুজো, হোলি, ইদ, করম, ফুলপাতি উৎসব পালন করে, ঠিক সেইভাবে পারিবারিক উদ্যোগে সর্বত্রই ডুয়ার্স ডে পালিত হোক। তিনি জানান, সারা ডুয়ার্স জুড়ে ‘ডুয়ার্স ডে’ পালনের জন্য আঞ্চলিক কমিটি তৈরি শুরু হয়ে গিয়েছে। এই আঞ্চলিক কমিটিগুলির তত্ত্বাবধানেই ‘ডুয়ার্স ডে পালনের বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে। তিনি বলেন, ইতিমধ্যেই গড়া হয়েছে বীরপাড়া ও মালবাজার আঞ্চলিক কমিটি। তিনি জানান, এদিন বিন্নাগুড়ির মিলন সংঘ ময়দানে ডুয়ার্স ডে উদযাপনের জন্য বিন্নাগুড়ি আঞ্চলিক কমিটি গড়া হল।

 

Join our mailing list Never miss an update