নানা অনুষ্ঠানে ডুয়ার্স ডে পালিত; ১৫ জানুয়ারি ২০১২; উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত
নিউজব্যুরো, ১৪ জানুয়ারি: ডুয়ার্স ডে-তে গোটা বানারহাট জুড়েই ছিল উৎসবের আমেজ। জাতি-বর্ণ-ধর্ম ভুলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ডুয়ার্স ডে উদযাপনে অংশ নেয়। সকাল ১০টায় বানারহাট এন সি সি ক্যাডেট ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এক সদভাবনা র্যালিতে অংশ নেয়। র্যালিটি বানারহাট থানার কাছ থেকে শুরু হয়ে এল আর পি মোড় ঘুরে বানারহাট হাইস্কুলে এসে শেষ হয়। সেখানে এন সি সি ক্যাডেটরা কুচকাওয়াজ প্রদর্শন করে। বিকেলে বানারহাট হাইস্কুল ময়দানে নেপালি, আদিবাসী, রাজবংশী, বাঙালি, বিহারি ইত্যাদি বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা এক অনুষ্ঠানে তাদের সংস্কৃতির নাচগান সহ বিভিন্ন দিক তুলে ধরে। এছাড়া শুক্রবার অনুষ্ঠিত অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিন্নাগুড়িতেও ডুয়ার্স ডে উদযাপন হয় ব্যাপকভাবে। স্থানীয় সেন্ট সাইমন হোলি ওয়ার্ড স্কুলের ছাত্রছাত্রীরা একটি র্যালি বের করে শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বানারহাট লায়ন্স ক্লাব আয়োজিত ডুয়ার্স ডে উপলক্ষ্যে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে ব্যাপক সাড়া পাওয়া যায়। মোট ১০৬ জন মানুষের চক্ষু পরীক্ষা করা হয়। এছাড়া লায়ন্স ক্লাবের রক্তদান শিবিরে মোট ৫০ জন রক্তদান করতে এগিয়ে আসেন। মালেও লায়ন্স ক্লাবের উদ্যোগে শনিবার ডুয়ার্স ডে উপলক্ষ্যে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিলিগুড়ি তরাই ব্লাড ব্যাংকের মাধ্যমে রক্ত সংগ্রহ করা হয়।
মাদারিহাটের খবর : আগামী ২৪ জানুয়ারি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে ডুয়ার্স উৎসব। এই উৎসবের চরম বিরোধিতা করল বিকাশ পরিষদ ও মোর্চার শ্রমিক সংগঠন। সংগঠন দ্বয়ের নেতা রোশন সুরীন, শেখর শর্মা জানান, একদিকে ঢেকলাপাড়া , দলসিংপাড়া, তুরতুরি চা বাগান বন্ধ। হাজার হাজার মানুষ চরম অনটনে রয়েছেন। অন্যদিকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আনন্দ করা হচ্ছে। সেইজন্য এর চরম বিরোধিতা করে ওই দিনটিতে তারা ‘কালা দিবস’ পালন করবেন।