কলপ লাগানোর পর

কলপ লাগানোর পর

কলপ লাগানোর পর; -ডাঃ পার্থপ্রতিম; ১৮ জুলাই ২০০৯; উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত
দু-চার গুচ্ছ চুল ধূসর হয়ে গিয়েছিল। সেগুলোকে কালো করতে চুলে কলপ লাগিয়েছিলেন এই মহিলা পাউলা প্র্যাট (৩৮)। হ্যাঁ, ত্বকে কলপ পরীক্ষার ৪৮ ঘন্টা পরই। ৪০০ টাকা দামের সেই কলপ লাগানোর পরদিন যথারীতি কাজেও যান পাউলা। সন্ধের দিকে মুখ, গলা সব ফুলতে শুরু করে। কলপের জেরে অ্যালার্জিক রিঅ্যাকশন! মুখ এমন ফুলে যায়, চোখ দুটো তাতে বুজেই যায়। মাথা, মুখ, গলা, কপাল ফুলেফেঁপে বেলুনের মতো হয়ে যায়। মুখের দু-ধারে তিন ইঞ্চির মতো বেড়ে যায়। গলা এমন ফুলে যায় যে শ্বাস নেওয়া কষ্টকর হয়ে পড়ে। মাথার খুলি ঢিলেঢালা হয়ে যায়। খুলি বেয়ে বেয়ে একজিমার রসের মতো রস গড়াতে থাকে। বোঝা যায়, খুলিতে সংক্রমণ ঘটেছে।

ওয়েস্ট সাসেক্স বোগনোর রেগিসের বাসিন্দা পাউলা প্র্যাট ছোটেন ডাক্তারের কাছে। স্থানীয় সেই চিকিৎসক কাছাকাছি এক বিশেষজ্ঞকে রেফার করেন। চিচেস্টারের সেন্টার রিচাডর্স হসপিটালের সেই চিকিৎসক পাউলাকে স্টেরয়েড, অ্যান্টিহিস্টামিন ওষুধ দেন। ৭ দিনের কোর্স চলে। পাওলা এখন সুস্থ। ছবিতে দেখা যাচ্ছে অসুস্থ এবং সুস্থ দুই মুখই। উল্লেখ্য, যে কোম্পানির কলপ ব্যবহার করেছিলেন পাউলা, সেটি ক্ল্যারিওলের নাইস এন ইজি।

Join our mailing list Never miss an update