আরণ্যকের প্রকৃতিপাঠ শিবির সমাপ্ত; ১৮ ফেব্রুয়ারি ২০০৬;উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত
ধূপগুড়ি, ১৭ ফেব্রুয়ারি : পরিবেশপ্রেমী সংগঠন আরণ্যক বৃহস্পতিবার গয়েরকাটায় প্রকৃতিপাঠ শিবিরের সমাপ্তি উপলক্ষ্যে ক্যাম্প ফায়ারের আয়োজন করে। উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি মোরাঘাট রেঞ্জের গোসাইরহাট বিটের ঘুকুলংবস্তিতে বিদ্যালয়ের ছেলেমেয়েদের নিয়ে শুরু হয়েছিল প্রকৃতিপাঠ শিবির। শুকনো পাতা ও কাঠে অগুন জ্বালিয়ে বৃহস্পতিবার ক্যাম্প ফায়ারের সূচনা করেন কবি অমিতকুমার দে।
আরণ্যকের পতাকা তোলেন সভাপতি বিমল সরকার। আরণ্যকের ক্যাম্প ম্যানেজার নিখিল সাহা, রাণা ঘোষ প্রমুখ ক্যাম্প ফায়ার পরিচালনায় বিশেষ ভূমিকা নেন। এদিনের আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল ডাঃ পার্থপ্রতিম প্রদর্শিত কীটপতঙ্গ বিষয়ক স্লাইড শো, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির তপন চন্দের কুসংস্কারবিরোধী প্রদর্শনী, সাঁওতাল নৃত্য। কর্ণধার বিধায়ক বসু ও কানাই চ্যাটার্জি জানান, প্রতি বছরই তারা শিবিরের আয়োজন করবেন।