আলোচনা শিবির

আলোচনা শিবির

আলোচনা শিবির; ২০ ডিসেম্বর ২০১৯; উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত
বানারহাট, ১৯ ডিসেম্বর : শুধু বেড়ে ওঠা নয়, বড়ো হওয়ার সঙ্গে প্রয়োজন একজন প্রকৃত মানুষ হয়ে ওঠা। এই বার্তা দিতে বৃহস্পতিবার 'মানুষ হওয়ার সহজ পাঠ' শীর্ষক এক ভিন্ন আঙ্গিকের আলোচনা শিবির আয়োজিত হল চামুর্চি গ্রাম পঞ্চায়েত এলাকার নিউ ডুয়ার্স চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে। ডিয়ার নামে এক বিজ্ঞানভিত্তিক সংস্থার উদ্যোগে আয়োজিত এই আলোচনা শিবিরটিতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সম্প্রতি দিল্লিতে ডঃ এ. পি. জে. আব্দুল কালাম গোল্ড স্টার এক্সিলেন্সি অ্যাওয়ার্ডপ্রাপ্ত সমাজকর্মী ডাঃ পার্থপ্রতিম।
আলোচনা শিবিরে ছাত্রছাত্রীদের সঙ্গে অভিভাবক এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও উপস্থিত ছিলেন। ডাঃ পার্থপ্রতিম বলেন- "আমরা কথায় কথায় সন্তানদের মানুষ হয়ে ওঠার কথা বলি। কিন্তু কী করে একজন প্রকৃত মানুষ হয়ে ওঠা যায় তা নিয়ে অনেকেরই সংশয় রয়েছে। সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই আলোচনা শিবির।" স্কুলের প্রধান শিক্ষক রাজেশকুমার প্রধান বলেন, "এ দিনের আলোচনা শিশুদের সর্বাঙ্গীণ বিকাশে সহায়ক হয়ে উঠবে বলে আশা করছি।"

Join our mailing list Never miss an update