বিজ্ঞান ক্লাব সন্মেলন; ২৯ শে ডিসেম্বর; সংবাদ প্রভাকর পত্রিকাতে প্রকাশিত
নিজস্ব প্রতিনিধি : ইস্টার্ন ইন্ডিয়া সায়েন্স ক্লাব অ্যাসোসিয়েশন (ইসকা) উদ্যোগে ঠাকুরনগর সায়েন্স ইনসটিটিউটে ১১তম জাতীয় বিজ্ঞান ক্লাব সন্মেলন হয়ে গেল ২৪-২৬ শে ডিসেম্বর পর্যন্ত। সন্মেলনে বিজ্ঞান ও কৃষি প্রদর্শনী, তাৎক্ষণিক বক্তৃতা, বিজ্ঞান প্রবন্ধ প্রতিযোগিতা আকাশ পর্যবেক্ষণ, জনস্বাস্থ্য প্রশিক্ষণ শিবির, বিজ্ঞান ক্লাব আন্দোলন প্রভৃতি নিয়ে পর্যালোচনা করা হয়। স্থানীয় জনসাধারণের মধ্যে এই সংস্থা বিজ্ঞান প্রদর্শনী উৎসাহের সঞ্চার করে।