নানা অনুষ্ঠানের মাধ্যমে ডুয়ার্স ডে

নানা অনুষ্ঠানের মাধ্যমে ডুয়ার্স ডে

নানা অনুষ্ঠানের মাধ্যমে ডুয়ার্স ডে; ১৫ জানুয়ারি ২০২১; উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত
নাগরাকাটা ও ধূপগুড়ি, ১৪ জানুয়ারি :- নানা ভাষাভাষী ও সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে বৃহস্পতিবার নাগরাকাটার আদিবাসী সংস্কৃতি চর্চা কেন্দ্রে ‘ডুয়ার্স ডে’ পালন করলেন। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনার পর পড়ুয়াদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা ও ডুয়ার্সকেন্দ্রিক আলোচনা হয়। সেখানে ডুয়ার্সের চা শিল্পের ইতিহাস, রাজনীতি, শ্রমিক আন্দোলনের ইতিবৃত্ত, পর্যটন, সাম্প্রদায়িক সম্প্রতির মতো নানা বিষয়ের ওপর আলোকপাত করেন তৃণমূল কংগ্রেস নেতা অমরনাথ ঝা, বিজেপি নেতা মনোজ ভুজেল, কংগ্রেস নেতা কাইলা সোনার, সিপিএম নেতা রামলাল মুর্মু ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মীনাক্ষি ঘোষ। ডুয়ার্সের মানুষের সহজসরল জীবনযাপন ও তাঁদের সকলকে আপন করে নেওয়ার সহজাত প্রবৃত্তির কথা তুলে ধরেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুপর্ণ হালদার। আদিবাসী, নেপালি, রাজবংশী, বাংলা সহ নানা ভাষার সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়।
 
   ডুয়ার্স ডে উপলক্ষ্যে ধূপগুড়ি ডাকবাংলো কক্ষেও এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। স্থানীয় বিধায়ক মিতালি রায় অনুষ্ঠানের উদ্বোধন করেন। সেখানে আলোচনাচক্রে অধ্যাপক ডঃ নির্মলচন্দ্র রায়, ডঃ কৃষ্ণচন্দ্র দেব অংশ নেন। অনুষ্ঠানের শেষে ডুয়ার্সের জনজাতির ওপর নির্মিত গবেষক কৃষ্ণেন্দু রায় পরিচালিত দুটি তথ্যচিত্র দেখানো হয়। উদযাপন কমিটির সম্পাদক রতন রায় বলেন, ‘১৮৬৪ সালের ১৪ জানুয়ারি সার্জেন্ট ডঃ ডেভিড ফিল্ড রেনির লেখা একটি চিঠিতে ডুয়ার্স ডে সম্পর্কে উল্লেখ আছে।’

Join our mailing list Never miss an update