ডেঙ্গু নিয়ে প্রদর্শনী; ৩০ অক্টোবর ২০১৯; উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত
নাগরাকাটা, ২৯ অক্টোবর: মঙ্গলবার ডুয়ার্স জার্নালিস্ট ক্লাব অডিয়ো-ভিস্যুয়াল প্রদর্শনীর মাধ্যমে চা শ্রমিকদের ডেঙ্গু নিয়ে সচেতন করল। এদিন সন্ধ্যায় বানারহাটের লক্ষীপাড়া চা বাগানে প্রদর্শনীটির আয়োজন করা হয়। সাংসদ জন বারলা প্রদর্শনীটির উদ্বোধন করেন। বানারহাটের চিকিৎসক পার্থপ্রতিমের পরিচালনায় সাদরি ও নেপালি ভাষায় তৈরি ওই প্রদর্শনটিতে ডেঙ্গু নিয়ে নানা অজানা তথ্য অত্যন্ত সহজভাবে তুলে ধরা হয়েছে।