অর্ধেক বাদ

অর্ধেক বাদ

অর্ধেক বাদ -ডাঃ পার্থপ্রতিম; ৬ মার্চ ২০১০ দশ; উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত
শরীরের উপর দিয়ে লরি চলে গিয়েছিল। কিন্তু জীবন বেঁচে গিয়েছিল। দু-বছরের নানা ধরনের অস্ত্রোপ্রচারের মাধ্যমে পেং শুইলিন (৩৭) নামে এই চিনা ভদ্রলোককে সুস্থ করে তুলেছেন চিকিৎসকরা। শরীরের অর্ধেক কেটে বাদ দিতে হলেও পেং শুধু সুস্থই নন, বেজিং-এ সুপার মার্কেটে দোকানও চালাচ্ছেন। তাঁর দোকানের নাম : আধা মানবের অর্ধমূল্য বিপণি।

ডিনামাইটে !
ডিনামাইট দিয়ে প্রস্টেটের ক্যানসার খতম! উল্ল্খ্যে, নাইট্রোগ্লিসারিন রাসায়নিক দিয়েই ডিনামাইট তৈরি করা হয়েছিল। বেশি পরিমাণে একত্রিত করার ফলে যা ডিনামাইট হয়, সেই নাইট্রোগ্লিসারিন অল্প পরিমাণে প্রয়োগ করলেই ওষুধ। যেমন বুকের বাঁদিকে চিনচিন করে যে অ্যানজাইনার ব্যথা হয়, হার্টের সেই রোগের শুশ্রুষায় ১০০ বছরেরও বেশিসময় ধরে ওষুধ স্তরে প্রয়োগ হয়ে চলছে নাইট্রোগ্লিসারিন। এটি রক্ত নলিকে সম্প্রসারিত করে। রক্ত প্রবাহের গতি বাড়িয়ে দেয়। পিলের মাধ্যমে কিংবা স্কিন প্যাচ অথবা মুখে স্প্রে করে দেওয়া হয় নাইট্রোগ্লিসারিন। বেলফাস্টের কুইনস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বছর দুই দলে প্রস্টেট ক্যানসারে আক্রান্ত ২৪ জনের ত্বকের উপর নাইট্রোগ্লিসারিনের পরত জড়িয়ে রেখে দেখেছেন, ক্যানসার কোষেদের খতম করা যায়। প্রস্টেট ক্যানসারের বাড়াবাড়ি রুখে দেওয়া যায়। প্রধান গবেষক ডাঃ রর্বাট সিমেন্স জানিয়েছেন- ' নাইট্রোগ্লিসারিন প্রয়োগের ফলাফলে আমরা চমৎকৃত। আরো কিছু মানুষের উপর পরীক্ষা-নিরীক্ষা চালাব আমরা।' অন্যদিকে, ওহিও স্টেট ইউনিভার্সিটির জেমস ক্যানসার হসপিটালের গবেষকরা জানিয়েছেন, ‘মাঝেমধ্যেই টম্যাটো এবং সয়াবিনের স্যুপ/ জুস খেলে প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে। যদি ইতিমধ্যে হয়ে গিয়ে থাকে, তাকে বাড়াবাড়ি পর্যায়ে যেতে দেয় না।’


 

Join our mailing list Never miss an update