সন্তানের ক্ষতি

সন্তানের ক্ষতি

সন্তানের ক্ষতি; -ডাঃ পার্থপ্রতিম; ২৮ আগস্ট ২০১০; পৃষ্ঠা- দশ; উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত
জলে বেশি মাত্রায় ক্লোরিন গর্ভবতীদের জন্য ক্ষতিকর। বেশি ক্লোরিন পরিশোধিত ট্যাপের জল পানের জেরে গর্ভস্থ সন্তানের হার্টের সমস্যা হতে পারে, তালু তথা টাকরার নীচে চিড় বা ফাঁক হতে পারে, মস্তিষ্কেরও ক্ষতি হতে পারে। উচ্চমাত্রার ক্লোরিনে পরিশোধিত ট্যাপের জলপানের জন্যই নয়; সেই জলে স্নান করলে, সেই জল যেখানে কেটলিতে ফুটছে তার কাছাকাছি দাঁড়িয়ে থাকলেও এইরকম ক্ষতি হতে পারে। ক্লোরিনে পরিশোধিত জলের মধ্যে ক্লোরিনজাত ট্রাইহ্যালোমিথেন তৈরি হয়। বিপদের কারণ এই ট্রাইহ্যালোমিথেন-ই। এর আগে বিজ্ঞানীরা জানিয়েছিলেন, জলে বেশি পরিমাণ ক্লোরিন থাকলে মৃত সন্তান ভূমিষ্ঠ হয়, গর্ভপাত ঘটে, শিশুর দেহে জন্মগত ত্রুটি হয়। মূত্রথলির ক্যানসার হতে পারে।

ইউনিভার্সিটি অফ বামিংহামের প্রফেসর (ডঃ) জৌনি জাক্কোলা এবং তাঁর সহযোগিরা তাইওয়ানে ২০০১ থেকে ২০০৩ সালে জন্ম নেওয়া প্রায় ৪ লাখ শিশুর জন্ম পরবর্তী বিশদ বিবরণ সংগ্রহ করে নতুন তথ্য হাজির করেছেন। বলেছেন, অতিমাত্রায় ক্লোরিন পরিশোধিত জল জন্মগত ত্রুটির আশঙ্কা প্রায় দ্বিগুণ বাড়িয়ে তোলে। যদি প্রতি লিটার জলে ট্রাইহ্যালোমিথেনের পরিমাণ ২০ মাইক্রোগ্রামের বেশি থাকে তাহলে এই ক্ষতি হয় সর্বাধিক। হার্টে ফুটো নিয়ে জন্মানোর আশঙ্কা বাড়ে। কোনো কোনো ক্ষেত্রে মূত্রনালিতেও ত্রুটি ধরা পড়েছে। এনভায়রনমেন্টাল হেলথ জার্নালে এ সম্পর্কিত গবেষণার বিশদ ব্যাখ্যা হাজির করেছেন ডাঃ জৌনি জাক্কোলা। হুঁশিয়ার করেছেন, অতি ক্লোরিনে পরিশোধিত জলে তৈরি হওয়া ট্রাই হ্যালোমিথেন ত্বকের মাধ্যমেও শরীরে প্রবেশ করে গর্ভাশয়ে চলে যেতে পারে।

Join our mailing list Never miss an update