সাপে সচেতনতা; ৯ জুন ২০১৮; আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত
সাপ। এই সরীসৃপ প্রাণীটি -কে নিয়ে কাহিনী, কুসংস্কার, কিংবদন্তির শেষ নেই। এই সব ভ্রান্ত ধারণাকে দূর করার জন্য ১ জুন বানারহাট উচ্চ বিদ্যালয়ে হয়ে গেল সাপ নিয়ে একটি সচেতনতা শিবির। উপস্থিত ছিলেন কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের চিকিৎসক ও সর্প বিশেষজ্ঞ দয়াল বন্ধু মজুমদার, পরিবেশকর্মী ও চিকিৎসক পার্থপ্রতিম, মানসবন্ধু মজুমদার সহ আরও অনেকে। পরিবেশপ্রেমী সংগঠন ‘আরণ্যক’ এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষত সর্প দংশন ও তার চিকিৎসা পদ্ধতি নিয়ে বিশদে আলোচনা হয়েছে। প্রোজেকশনের মাধ্যমে তুলে ধরা হয় বহু প্রাসঙ্গিক ছবি। ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশকেন্দ্রিক সংস্থা ‘ডিয়ার’ -এর সদস্যরাও। প্রধান শিক্ষক সুকল্যাণ ভট্টাচার্য জানান, অরণ্য ও চা বাগান ঘেরা এই ডুয়ার্সে এ ধরনের সচেতনতা শিবিরের আরও প্রয়োজনীয়তা রয়েছে।