চারটি অণুকবিতা

চারটি অণুকবিতা

 কবিতা
কিছু কল্পনা         কিছু উচ্ছাস,
শব্দের আলপনা।
কিছু জিজ্ঞাসা    কিছু উত্তর
গভীর নীরব বেদনা,
কিশোর মনের     প্রেমপত্র,
প্রেয়সীর যন্ত্রনা।

ভায়লীন
তারগুলি তুলে যায়
ঝঙ্কারে স্বপ্নীল,
আকাশের তারাগুলি
আঁধারেতে ঝিলমিল,
বেদনায় ভেজা সুর
বেজে চলে ভায়লীন।

আর নয়
লাল-নীল-হলদের
স্বপ্নতো দেখলাম।
জীবনের বহু দাবী
দেওয়ালেতে লিখলাম,
তুমি থাকো ঘুম ঘোরে
আমি তবে চললাম. .

গরম ভাত
অসীম কালের নিঝুম রাত,
ঢিমে আঁচে ফুটছে ভাত।
উনোন ঘিরে কাচ্চারা
ফন্দি আঁটে হতচ্ছাড়া।
নীলাভ চোখ, সবুজ প্রাণ
গরম ভাতে মদের ঘ্রাণ।

Join our mailing list Never miss an update