ফুঁকে চাকরি

ফুঁকে চাকরি

ফুঁকে চাকরি; -ডাঃ পার্থপ্রতিম; ৩১ ডিসেম্বর ২০০৫; উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত
সিগারেট টানায় চাকরি গেল। সেদিনই চাকরিতে ঢুকেছিলেন একুশের যুবতী সোফি ব্লিনম্যান। সবে ৪৫ মিনিট হয়েছে। ধূমপান মানা জানা সত্ত্বেও সিগারেট ধরিয়েছিলেন সমারসেটের ওয়েলসের ডাটাফ্লো কমিউনিকেশনের অফিস চত্বরে। সিগারেট খাওয়ায় চাকরি গিয়েছে বার্লিনের লেজারলাইন নামে এক নামি ছাপাখানার কর্মীরও। বছরে ১৫ লাখ ২০ হাজার টাকা মাইনে পেতেন স্যান্ড্রো বাইয়ের (৪২)। সিগারেট খেয়ে স্বাস্থ্যের ক্ষতি করবেন না, এই কড়ারে কোম্পানি থেকে মাসে ৫,৪৪০ টাকা বোনাস নিতেন। খবর মেলে, অফিসে না খেলেও বাড়তি ধূমপান চালিয়ে যাচ্ছেন স্যান্ড্রো। ১০০ সহকর্মীর মধ্যেই কেউ খবরটা দেয়। গোয়েন্দা লাগানো হয়। ডিটেকটিভের ক্যামেরায় ছবি উঠে আসে, বাড়ির পেছনের বাগানে বসে সিগারেট খাচ্ছেন স্যান্ড্রো। কোম্পানির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সুস্থ থাকার আচরণবিধি ভঙ্গ করেছেন, অন্যদিকে মিথ্যে বিবৃতি দিয়ে বোনাস নিয়েছেন। কোম্পানির বক্তব্য, সিগারেট, চুরুট ফুঁকতে গিয়ে বছরে ১২ ঘন্টা করে কাজ নষ্ট করতেন ধূমপায়ীরা।

মাসিক বন্ধের পিল
মাসিকের ধকল থেকে মুক্তি দিতে নতুন গর্ভনিরোধক পিল আসছে বাজারে। যে মহিলারা চাকরি-বাকরি করেন, তাঁদেরকে প্রাক-ঋতুস্রাব পর্বের কষ্ট এবং ঋতুস্রাব, দুই ব্যাপার থেকেই মুক্তি দেবে এটি। টানা ৩৬৫ দিন খেয়ে যেতে হবে। যতদিন মাসিক বন্ধ রাখার ইচ্ছে ততদিন খেয়ে যেতে পারবেন। খাওয়া বন্ধ করে দিলেই ফের ডিম্বাণু তৈরি এবং নিষ্ক্রমণ দুই-ই শুরু হয়ে যাবে। ইস্ট্রোজেন এবং প্রোজিস্টোজেন দুইয়ের সমন্বয় তৈরি হয়েছে এই পিল। ইস্ট্রোজেন থাকা পিলে যে মহিলাদের সমস্যা হতো, এই পিল সেই সমস্যা থেকেও নিষ্কৃতি দেবে। এই পিল হরমোনের ভারসাম্য রক্ষা করবে। নিউ জার্সির ওয়েথ ফার্মাসিউটিক্যালস এই পিল নতুন ইংরেজি বছরেই বাজারে আনছে। নাম দেওয়া হয়েছে অন্যরকম। আমেরিকায় লাইব্রেল নামে মিলবে। এদিকে, মেয়েদের কন্ডোম কনফিডম এসে গেছে। একসঙ্গে দুটো। ১০০ টাকা।  

কিডনি গিনেস
বাঁদিকের কিডনিতে একটা পাথর ছিল। ১৮ বছর ধরে বয়ে বেরিয়েছেন যন্ত্রণা। ওষুধে ওষুধে ত্রাণ পেতে পেয়েছিলেন। যন্ত্রণা সহনসীমা ছাড়ালে অস্ত্রোপচারে রাজি হয়ে যান। মুম্বইয়ের আর জি স্টোন ইউরোলজিক্যাল রিসার্চ ইন্সটিটিউটে ডা. হেমেন্দ্র শা সেই অস্ত্রোপচার করেন। বের করে আনেন ১৩ সেন্টিমিটার চওড়া পাথরটি। মুম্বই পুলিশের ৩৬ বছর বয়সী কনস্টেবল বিলাস ঘুগ-এর নাম উটবে গিনেস বুকের ২০০৭ সংস্করণে কিডনিতে দীর্ঘদিন পাথর বহন করার নজির গড়ায় তাঁকে ইতিমধ্যে সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছেন গিনেস কর্তৃপক্ষ।

অস্ট্রেলাস
গোরুর মাংস বিফ। শুকরের মাংস পরক বা পোর্ক। ওঁরা একটা জুৎসই নাম খুঁজছিলেন ক্যাঙ্গারুর মাংসের। মিলেছে, অস্ট্রেলাস। ডিনারে বারবিকিউ হিসেবে ওঁরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন অস্ট্রেলাস। অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক ক্যাঙ্গারু। সেই ক্যাঙ্গারুর মাংসের চমৎকার একটা নাম খুঁজে পেতে প্রতিযোগিতা হয়েছিল। অস্ট্রেলাস নামটি দিয়েছেন সিডনিতে থাকা এক মার্কিন নাগরিক স্টিভেন ওয়েস্ট।

Join our mailing list Never miss an update