সমান সমান

সমান সমান

সমান সমান; ডাঃ পার্থপ্রতিম; ১৪ই অক্টোবর ২০০৬; উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত
পুরুষ, মহিলা দুজনই যদি সুস্থ সবল হন, শরীরী-সখ্য পর্বে যৌনক্রিয়ায় উদ্বুদ্ধ হতে এবং চূড়ান্ত স্তরে পৌঁছতে একই সময় নেন। এতদিন যে ধারণা বিশ্বজুড়ে প্রচারিত ছিল, তাহল মহিলাদের মধ্যে যৌনক্রিয়া পুরুষদের তুলনায় অনেকটাই ধীরে ধীরে সংঘটিত হয়। ওয়াশিংটনের ভিক্টোরিয়া হসপিটালের মনোবিজ্ঞানের অধ্যাপক এবং যৌনতা বিশেষজ্ঞ ডা. ইরভ বিনিক জানান- "এতদিন যেভাবে বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা হচ্ছিল, তাতে ভুল থাকার আশঙ্কা ছিল। হয়েছেও তাই।

আমরা হালফিলের গবেষণা ফল পেশ করছি। ম্যাকগিল ইউনিভার্সিটি হেলথ সেন্টারে আমরা, গবেষক বন্ধুরা থার্মাল ইমেজিং টেকনোলজি ব্যবহার করে পরীক্ষা চালাই। অত্যাধুনিক এই প্রযুক্তি প্রয়োগে যে ফল মিলেছে, তা হল, শরীরী-সখ্যে আবিষ্ট হওয়ার ৩০ সেকেন্ডের মধ্যে পুরুষ এবং মহিলা দুজনেই যৌনক্রিয়ায় উদ্বুদ্ধ হন। সেখানে চূড়ান্ত স্তরে পৌঁছতে একজন পুরুষ ১০ মিনিট, একজন মহিলা সাড়ে দশ বা এগারো মিনিট সময় নেন।"      

Join our mailing list Never miss an update