দূরদর্শনে উত্তরবঙ্গের না বলা কথা স্বাগত

দূরদর্শনে উত্তরবঙ্গের না বলা কথা স্বাগত

দূরদর্শনে উত্তরবঙ্গের না বলা কথা স্বাগত; ডাঃ পার্থপ্রতিম;বৃহস্পতিবার ১৪ ভাদ্র ১৪১৩; ২৭ বর্ষ ১০৪ সংখ্যা; উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত
গত ২৪ জুন জনমত বিভাগ থেকে জানতে পারলাম উত্তরবঙ্গের না বলা কথাকে বাঙ্ময় করার প্রয়াসী হয়েছে কিছু মানুষ। পশ্চিমবঙ্গের এই উত্তরাঞ্চল যে বিভিন্নভাবে অবহেলিত ও বঞ্চিত তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। উত্তরবঙ্গে চা শিল্প আজ নানা কারণে রুগণ। রয়েছে নদী ভাঙ্গন বন্যা। ফি বছর আসে ম্যালেরিয়া। কান্নার রোল ওঠে চা বাগিচায় বনবস্তিতে। শবের মিছিল দীর্ঘ হলে ‘মাস্টার প্ল্যান’ না কী যেন তৈরির কথা শোনা যায়। আবহাওয়া-পরিস্থিতি কিছুটা অনুকূলে এলে আবার সব প্ল্যান-প্রোগ্রাম চলে যায় হিমশীতল সিন্দুকে। কথা, কথাই হয়ে থাকে, কাজে রূপায়িত হয় না। এর পাশাপাশি রয়েছে বহু সৃজনশীল প্রতিভার অপমৃত্যু। উপযুক্ত পৃষ্ঠপোষকতার ও প্রচারের অভাবে যা তিলেতিলে নিভে যায়।

    ‘উত্তরবঙ্গ সংবাদ’-এর অভাবনীয় সাফল্যের পর বেশ কিছু কলকাতার পত্রিকা উত্তরবঙ্গে চৌকি পেতেছে। তারা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে উত্তরবঙ্গের জন্য বিশেষ পাতা যুক্ত করছে প্রতিদিনের সংস্করণে। এইসব পাতাতে উত্তরবঙ্গের বহু ব্যথা-বেদনার ছবি লেখা হয়। সবচেয়ে মজার বিষয় হল দক্ষিণবঙ্গের সংস্করণে আবার এই খবরগুলি প্রকাশিত হয় না। সমস্যার পাহাড় যেখানে ছিল সেখানেই থাকে। আর নীতি নির্ধারকেরা থাকেন গঙ্গার ওপারে। মাঝখানে নদী ওই বয়ে চলে যায়...। তাই আমাদের সবকিছু কলকাতাকেন্দ্রিক। কলকাতার প্রতি এক অদম্য স্বপ্নালু আকর্ষণ, যার পিছনে পড়ে থাকে অব্যক্ত স্বপ্নভঙ্গের ইতিকথা। বর্তমানে যে এক-দুজন উত্তরবঙ্গ থেকে গিয়ে কলকাতায় কিছুটা হলেও প্রতিষ্ঠালাভ করেছেন তাঁরা প্রকৃত অর্থেই ক্যালকেশিয়ান। আর যারা এখনও নাড়ির টান অনুভব করেন তাঁরা এই কাজে এগিয়ে এসেছেন জেনে খুশির সীমা নেই।

    উত্তরবঙ্গকে দূরদর্শনের মাধ্যমে তুলে ধরার এই প্রয়াস, তা কতটা সফল হবে, তা হয়তো সময়ই বলবে। তবে এই পরিকল্পনা আন্তরিক সাধুবাদ না জানিয়ে পারা যায় না। আমাদের সন্মিলিত প্রয়াসে গড়ে উঠুক না এমন কোনো টিভি প্রোগ্রাম যেখানে পাখা মেলবে চটকা-ভাওয়াইয়া শিল্পীর লোকসুর। মাদল-ধুমসার বোল নিবিড় পুলকে উন্মাদনা আনবে লক্ষ কোটি শিরা ধমনীতে। সীমাবদ্ধ ভৌগোলিক সীমানা ছাপিয়ে শত শত অমিয়ভূষণ ছড়িয়ে পড়বে নিখিল প্লাবিয়া। আরও কত কী... জয়তু বন্ধু, তোমাদের এই সৃজনশীল প্রয়াস সর্বাঙ্গীন সার্থক হয়ে উঠুক। সেই পথ চেয়ে রইলাম।   

 - ডাঃ পার্থপ্রতিম। বানারহাট; জলপাইগুড়ি।

Join our mailing list Never miss an update