বৃষ্টি নামবে....

বৃষ্টি নামবে....

বৃষ্টি নামবে....
-ডাঃ পার্থপ্রতিম।
কে যেন বলল   ‘ বৃষ্টি নামবে আজকে ..’
    রিমি ঝিমি ঝিম, দ্রিমি দ্রিমি সুর ছন্দে;
কে যেন দেখলো- কালো মেঘ আছে আকাশে,
    ভাসবে সকলে জীবনের ভালো- মন্দে।

হাওয়া আসে ঘুরে; জলের পরশ মাখা
    উড়ে যায় পাতা, ওড়ে সব চেনা স্মৃতি,
পলিপ্যাক ওড়ে, কাকের পাখায় পাখায়
    স্বরলিপি ভাঙ্গা বাদল দিনের গীতি।

কে যেন আসে যুগের ওপার হতে-
    যেমন ছিল সে অযুতবর্ষ  আগে,
মহাকবি লেখে অমর কাব্য- গাথা
    মন্দাক্রান্তা  মন্দ্রিত পুরভাগে।

রামগিরি থেকে জলদপত্র আসে
    আজও সে অপটু আধুনিক এস.এম.এস-এ,
জলে বয়ে যায় সব নদীপথ ধরে-
    সব তটিনী সাগরেতে নাহি মেশে।

তবু কচিপাতা পেয়েছে প্রাণের সাড়া,
    রূঢ় বাস্তব; কল্প-স্বপ্ন নয়,
মরমিয়া বাঁশি তান ধরো আনমনে-
    না বলা কথা, আজ হোক বাঙ্গয়।

Join our mailing list Never miss an update