ত্বকে ভাঁজ বাড়ছে? -ডাঃ পার্থপ্রতিম; উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত
ধূমপায়ী? ত্বকে বলিরেখার পরিমাণ বেড়েই চলেছে। ত্বক যদি বেশি কুঁচকে যেতে থাকে তাহলে সাবধান হওয়া দরকার। বয়সের তুলনায় ত্বক বুড়িয়ে যাওয়া তথা ত্বকে বেশি বেশি বলিরেখা পড়া মানে ফুসফুসের কঠিন অসুখ হয়েছে ধরে নিতে হবে। জার্নাল থোরাক্স-এ বেরিয়েছে গবেষণা প্রতিবেদন। চল্লিশোর্ধ্ব, দীর্ঘদিন ধরে সিগারেট খাচ্ছেন যাঁরা, তাঁদের ফুসফুসের অসুখ হওয়ার আশঙ্কা পাঁচ গুণ বেশি। এঁদের ব্রঙ্কাইটিস, কৃত্রিম অক্সিজেনের ওপর নির্ভরশীল রোগ ছাড়াও নিউমোনিয়া, হার্টের ব্যামো, স্ট্রোক হয়।
ক্যানসারের চিকিৎসায়
ফুসফুসের ক্যানসারের চিকিৎসায় অ্যাভাসটিন এবং টারসিভা, এই দুই ওষুধের যৌথ প্রয়োগ, রোগীদের বেশিদিন বাঁচিয়ে রাখতে পারছে। একা কেমোথেরাপি যতটুকু পেরে আসছিল, পাশাপাশি দুই ওষুধের যৌথ ক্রিয়ায় দেখা যাচ্ছে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার হার দ্বিগুণেরও বেশি কমিয়ে আনা যাচ্ছে। যাঁরা অ্যাভাসটিন তৈরি করেন, সেই জেনেনটেক কোম্পানির চিফ মেডিক্যাল অফিসার হ্যাল ব্যারোন জানাচ্ছেন, আশা জেগেছে, ভবিষ্যতে শুধু ওষুধের মাধ্যমেই ক্যানসারের ছড়িয়ে পড়া আটকে দেওয়া যাবে। কেমোথেরাপির দরকারই হবে না। উল্লেখ্য, কেমোথেরাপির জেরে ক্যানসার কোষগুলির পাশাপাশি সুস্থ কোষগুলিরও মৃত্যু ঘটে। আলাদা গোত্রের ক্যানসারের চিকিৎসা যে সব আলাদা আলাদা ওষুধ ব্যবহার হয়ে আসছিল, সেইসব ওষুধের একটির সঙ্গে আরেকটি মিলিয়ে যৌথ চিকিৎসায় সাড়া মিলছে। জানিয়েছেন স্পেনের ভল ডি-হেব্রন ইউনিভার্সিটির ডা. জোস বাসেলগা। এই ধরনের যৌথ চিকিৎসাকে বলা হচ্ছে স্মার্ট বম্ব চিকিৎসা। কখনো হারসেপটিনের সঙ্গে টাইকারব, কখনো সুটেন্টের সঙ্গে টারসিভা দিয়ে চিকিৎসা চালানো হচ্ছে।
দিনে ১ পেগ
একদিন খেলে যতটা উপকার, সাতদিন খেলেও তাই। একই। মহিলাদের হার্ট সুস্থ রাখার ক্ষেত্রে মদের ভূমিকা পুরুষদের মতো নয়। দিনে এক বা দেড় পেগ মদ খান যাঁরা, তাঁরা সচরাচর হার্টের ব্যামোয় আক্রান্ত হন না, এ কথা এতদিন জানাই ছিল। পুরুষরা যখন সপ্তাহে ১১ পেগ মদ খান, তখন মহিলারা সপ্তাহে সাড়ে পাঁচ পেগ খান, এতদিন এরকম গড় হিসেবই চালু ছিল। কিন্তু একদল ড্যানিশ গবেষক পঞ্চাশ হাজারেরও বেশি মহিলা এবং পুরুষের মধ্যে সাড়ে পাঁচ বছর ধরে গবেষণা চালিয়ে চমকে দেওয়ার মতো তথ্য হাজির করেছেন। ব্রিটিশ মেডিক্যাল জার্নালে সেই গবেষণার সারমর্ম হিসেবে যা প্রকাশিত হয়েছে, তাতে বলা হয়েছে, একজন পুরুষ সপ্তাহের একটি দিন যদি এক পেগ মদ খান, না-মদ্যপায়ীদের তুলনায় তাঁর হার্টের ব্যামোয় আক্রান্ত হওয়ার আশঙ্কা ৭ শতাংশ কমে যায়। প্রতিদিনই এক থেকে দেড় পেগ অর্থাৎ যাকে মডারেট ড্রিঙ্কিং বলে, নিয়ম মেনে সেইরকম মদ্যপান চালিয়ে যান যাঁরা, তাঁদের হার্টের ব্যামোয় ভোগার আশংকা ৪১ শতাংশ কমে। পুরুষদের ক্ষেত্রে যখন এ ধরনের প্রভাব, তখন মহিলাদের ক্ষেত্রে সপ্তাহে একবার এক পেগ খেলে যা ফল, সাতদিনে সাড়ে পাঁচ বা ছয় পেগ খেলেও সেই একই ফল।
অভিনব প্রতিবাদ
বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষায় ১৮০টি প্রশ্নের সব কটির ভুল উত্তর লিখে লিখে প্রতিবাদ জানিয়েছেন তুরস্কের এক ছাত্র। আঙ্কারার বাসিন্দা এই ছাত্রের নাম সেফা বোয়ার। তাঁর বক্তব্য, ন্যাশনাল ইউনিভার্সিটি এনট্রান্স নামে যে ধরনের পরীক্ষা নেওয়া হয়, তাতে ছাত্র-ছাত্রীদের মেধা যাচাই হয় না, হেনস্থা হয়, মানসিক অপমান উপহার দেওয়া হয়।