বাচ্চার ওজন কত?

বাচ্চার ওজন কত?

বাচ্চার ওজন কত? -ডাঃ পার্থপ্রতিম; ১৮ মার্চ ২০০৬; উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত
জন্মের সময় বাচ্চার ওজন আড়াই কিলোগ্রাম হলেই ভালো। সামান্য কম বা বেশিতে উদবেগের কিছু নেই।
তিন থেকে বারো মাস বয়সি বাচ্চাদের ওজন ঠিক আছে কিনা, তা জানার সহজ উপায়, বাচ্চার বয়স যত মাস, তার সঙ্গে ৯ যোগ করে ২ দিয়ে ভাগ করুন। যা ফল হবে,তত কিলোগ্রাম হওয়া উচিত আপনার বাচ্চার ওজন। যেমন ধরুন, আপনার বাচ্চার বয়স ৫ মাস। তাহলে অংকটা হবে এইরকমঃ- ৫+৯/২=১৪/২=৭ কিলোগ্রাম।
১থেকে ৬ বছরের বাচ্চার ঠিকঠাক ওজন হওয়া উচিত যত বছর বয়স, তাকে ২ দিয়ে গুণ করে ৬ যোগ দেওয়া। যদি বাচ্চার বয়স ৪ বছর হয়, তাহলে ওর ওজন হওয়া উচিত এইরকমঃ- ৪ x ২+৬=১৪ কিলোগ্রাম।

৬ বছরের বেশি বয়স হলে, যত বছর বয়স তাকে ৭ গিয়ে গুণ করে ৫ বিয়োগ করতে হবে। যদি আপনার বাচ্চার বয়স হয় দশ বছর, তাহলে অংকটা হবে এরকম। ১০-কে ৭ দিয়ে গুণ করে ৫ বিয়োগ। তাকে ৫ দিয়ে ভাগ। অংকটা দাঁড়াবে এরকমঃ- ১০ x ৭-৫/২= ৭০-৫/২= ৬৫/২ কিলোগ্রাম। অর্থাৎ ১০ বছর বয়সে আপনার বাচ্চার ওজন হওয়া উচিত সাড়ে বত্রিশ কিলোগ্রাম। নির্দিষ্ট সময়ের আগেভাগে কম ওজন নিয়ে ভূমিষ্ঠ হওয়া শিশুরা পড়াশোনায় ভালো হয় না, কর্মক্ষেত্রে সফল হয় না- এসব ধারণা ঠিক নয়। এরা স্বাভাবিক ওজন নিয়ে নির্দিষ্ট সময়ে জন্মানো শিশুদের মতোই স্বাধীনচেতা হয়। কানাডার হ্যামিলটন ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের শিশু বিশেষজ্ঞ সরোজ সায়গল এ বিষয়ে গবেষণা চালান। তাঁর গবেষণা জানাচ্ছে, স্বাভাবিক ওজন নিয়ে জন্মানোদের ৮৭ শতাংশ যখন স্নাতক হয়েছেন, তখন কম ওজন নিয়ে জন্মানোদের মধ্যে ৮২ শতাংশ স্নাতক হয়েছেন। তবে খুব কম ওজন নিয়ে  যাঁরা জন্মেছিল, তাদের ২৬ শতাংশ আজো ধারাবাহিক অসুস্থতার শিকার। কাজ করার কোনো ক্ষমতাই নেই এঁদের। স্বাভাবিক ওজন নিয়ে জন্মানোদের কর্মদক্ষতা হারিয়ে ফেলার হার ১৫ শতাংশ। কম ওজন নিয়ে জন্মানোরা বিয়ে থা, প্রেম-ট্রেম করা, একা থাকা, ঘরসংসার করা, সুখী দাম্পত্য কোনো ক্ষেত্রেই স্বাভাবিক ওজন দিয়ে জন্মানোদের চেয়ে পিছিয়ে নন। ন্যাশনাল চাইল্ডবার্থ ট্রাস্টের প্রাক্তন প্রেসিডেন্ট গিলিয়ান ফ্লেচার জানাচ্ছেন, আগেভাগে ভূমিষ্ঠ হয়ে যাওয়া শিশুদের সুতির উলের কাপড়ে জড়িয়ে রাখা জরুরি, অধিকাংশ মা-বাবাই এই কাজটি করেন না।

Join our mailing list Never miss an update