রং বদলায়; ডাঃ পার্থপ্রতিম; ৩ জুলাই ২০১০; পৃষ্ঠা- তিন; উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত
যেসব দানাশস্য দুধে ফেলে খাবার সময় দুধের রং পালটে যায়, সেইসব খাবার এড়িয়ে চলুন। দুধের রং পালটে যাচ্ছে মানেই বুঝবেন, ওইসব খাবার নানা ধরনের রাসায়নিকে ব্যাপক প্রক্রিয়াকরণের পর বাজারজাত করা হয়েছে। এইসব কেমিক্যাল অ্যাডটিভ ব্যবহার করা হয় ক্রেতার কাছে খাবারটিকে নানা আকর্ষণীয় রঙে হাজির করার জন্য। সংশ্লিষ্ট খাদ্যসামগ্রী যাতে দীর্ঘদিন দোকানের তাকে রেখে বিক্রি করা যায়, সেজন্যও কেমিক্যাল অ্যাডিটিভ ব্যবহার করা হয়।
চেতনাই থাকে না
গর্ভস্থ সন্তান যখন ২৪ সপ্তাহের তখন সেই ভ্রুণ একেবারেই অচেতন এবং শান্ত সমাহিত থাকে। ওই বয়সি ভ্রুণের ব্যথা বোঝার মতো অনুভূতি তৈরি হয় না। কারণ এই বয়সে মস্তিষ্কের মধ্যে স্নায়ু সংযোগ সেভাবে তৈরিই হয় না, ফলে ব্যথার অনুভূতি বাহিতই হতে পারে না। জানিয়ে দিলেন ব্রিটেনের দি রয়্যাল কলেজ অফ অবস্টেস্ট্রেসিয়ানস অ্যান্ড গাইনিকলজিস্টসের চিকিৎসক- বিজ্ঞানীরা। উল্লেখ্য, ব্রিটেনের আইনসভার একদল সদস্য গর্ভপাত করানোর ক্ষেত্রে ভ্রুণের বয়সসীমা ২৪ সপ্তাহের জায়গায় ২০ সপ্তাহে নামিয়ে অনার তৎপরতা চালাচ্ছেন। দু বছরেরও বেশি সময় ধরে চলেছে সেই তৎপরতা।
চুলের জন্য
চুলের গোড়ার আধার তথা গ্রন্থিকোষ জীবিত, কিন্তু চুল গজায় না। এক বলে অ্যালোপেসিয়া আরিয়াটা। বোটোক্স ইনজেকশন দিয়ে এই অবস্থা থেকে মুক্তি দিতে ট্রায়াল শুরু হল পুরুষ এবং মহিলা রোগীদের উপরে। ইজরায়েলের মাহিদোল বিশ্ববিদ্যালয়ে।
ফ্লু থেকে বাঁচতে
ফ্লু-র আক্রমণ থেকে বাঁচতে প্রতিদিন বেশ খানিকটা হাঁটুন, রাতে এক ঘন্টা আগে ঘুমোতে যান, কিছুক্ষণ রোদে কাটান, প্রাণায়াম করুন।