ডায়াবেটিক?

ডায়াবেটিক?

ডায়াবেটিক?-ডাঃ পার্থপ্রতিম; ১৭ই এপ্রিল২০১০;উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত
টাইপ টু ডায়াবেটিসে ভুগছেন? যিনি আপনার চিকিৎসা করছেন, তিনি হয়তো জানেনই না যে টেসটসটারোন নামক পুরুষ হরমোনের খামতিতে এই ভোগান্তি। যদি টেসটসটারোন হরমোন সত্যিই কমে গিয়ে থাকে, তাহলে আপনাকে টেসটসটারোন জেল/ প্যাচের শুশ্রষা নিতে হবে। সোজা কথায়, টেসটসটারোন দিয়ে চিকিৎসা করাতে হবে। তাতে ওজন কমবে। শারীরিক ধকল নেওয়ার ক্ষমতা বাড়বে। পুরুষাঙ্গ ফের দৃঢ়তা পাবে। ভায়াগ্রাতেও যখন সাফল্য মিলছিল না, তখন টেসটসটারোন চিকিৎসা হল গিয়ে সব সেরা চিকিৎসা। টেসটসটারোনের শুশ্রুষায় ব্লাড প্রেসার কমবে। খারাপ কোলেস্টেরলও। সুগার নিয়ন্ত্রণে আসবে। এই প্রতিবেদনের  সঙ্গে ছাপা হল যে শিক্ষকের ছবি, সেই চালর্স লসনের তলপেটে জমা ৪ ইঞ্চি মেদ ঝরিয়ে দেওয়া গেছে দু-মাসের মধ্যেই। টেসটসটারোন চিকিৎসায়। জানিয়েছেন ওঁর চিকিৎসক ডেভিড এডওয়ার্ডস। অক্সফোর্ডের এই ডাক্তারবাবু এরকম অনেকেরই ব্লাড সুগার নিয়ন্ত্রণে এনেছেন টেসটসটারোন শ্রশ্রুষায়। উল্লেখ্য, গত বছর প্রকাশিত একটি প্রতিবেদনে বার্নসলি হসপিটালের এনডোক্রিনোলজিস্ট প্রফেসর (ডা.) হিউ জোনস জানিয়েছিলেন, টাইপ টু ডায়াবেটিসে যাঁরা ভুগছেন, তাঁদের ৪০ শতাংশেরই টেসটসটারোন খামতি চলছে। এদিকে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান দিয়েগোর সাম্প্রতিক এক পরীক্ষা-নিরীক্ষা জানিয়েছে, টেসটসটারোন খামতিতে ভুগছেন এমন সব পঞ্চাশোর্ধ্বদের হার্টের রোগভোগ এবং অন্য যে কোনো রোগে ভুগে তাড়াতাড়ি মৃত্যুর আশঙ্কা।

সস্তায় দাঁত
দাঁত চাই দাঁত? ২০০০ টাকা থেকে ৩০০০ টাকা পিস। অবিকল দাঁতের মতোই কাজ করবে। ওইরকম চিবোতে সাহায্য করবে। ক্ষয় হবে না, চোয়ালের হাড়কে সঙ্কুচিত করবে না-এমন কৃত্রিম দাঁত আর কিছু দিনের মধ্যেই কিনতে পাওয়া যাবে। এতদিন প্রতি পিস বদলি দাঁতের জন্য খরচ পড়ত ২০ হাজার টাকা। ইজরায়েল এবং আমেরিকার তৈরি সেইসব দাঁতের বাজার শেষ হল বলে। কারণ, দিল্লির মৌলানা আজাদ ইন্সটিটিউট অফ ডেন্টাল সায়েন্সেস কম খরচে টাইটেনিয়ামের দাঁত বানিয়ে ফেলেছে। মানুষের উপর ইতিমধ্যেই ৫ দফা প্রয়োগ পরীক্ষা সফল হয়েছে এই কৃত্রিম দাঁতের।

কুল কুল টি
খারাপ কোলেস্টেরল কমাতে গ্রিন টি খান। গরম গরম লিকার না খেয়ে, লিকার ঠান্ডা হওয়ার পর তাতে বরফ, লেবু দিয়ে খান।

Join our mailing list Never miss an update