ধূপগুড়িতে হ্যানিম্যানের জন্মবার্ষিকী

ধূপগুড়িতে হ্যানিম্যানের জন্মবার্ষিকী

ধূপগুড়িতে হ্যানিম্যানের জন্মবার্ষিকী; ১৬ এপ্রিল ২০০৯ ;প্রবাহ তিস্তা তোর্ষা পত্রিকায় প্রকাশিত
১০ এপ্রিল; যথাযোগ্য মর্যাদা সহকারে ধূপগুড়ি ডাকবাংলোয় উদ্যাপিত হল হ্যানিম্যানের ২৫৫ তম জন্ম দিবস। ধূপগুড়ি হোমিওপ্যাথি অ্যাসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানে ধূপগুড়ি এবং পার্শ্ববর্তী এলাকা থেকে ৭০ জন হোমিওপ্যাথি চিকিৎসক অংশগ্রহণ করেন। এই সভায় বিশিষ্ট চিকিৎসক ডাঃ পার্থপ্রতিম ডায়াবেটিসের ওপর দীর্ঘ আলোচনা করেন। হোমিওপ্যাথি চিকিৎসাকেও জনপ্রিয় করতে, এবং দরিদ্র মানুষের কল্যাণে লাগাতে উদ্যোগ নেবার কথা আলোচনায় উঠে আসে। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ডাঃ প্রমথ নাথ সেন। সভা সঞ্চালনা করেন সলিল দত্ত (কুটু)। অন্যতম কর্মকর্তা বিশ্বনাথ গুহ বলেন তারা এরকম সেমিনারের আয়োজন আরও করবেন এবং সাধারণ মানুষও যাতে তাতে উপস্থিত থাকতে পারে সেই উদ্যোগ নেবেন।

Join our mailing list Never miss an update