অ্যাসপিরিন বাঁচায়

অ্যাসপিরিন বাঁচায়

অ্যাসপিরিন বাঁচায়; -ডাঃ পার্থপ্রতিম; ৭ অক্টোবর ২০০৬; উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত
হার্ট অ্যাটাক, স্ট্রোক আটকাতে অ্যাসপিরিন খুবই উপকারী ওষুধ। ডিসপিরিন বা ইকোস্পিরিন নামে পাবেন। ইকোস্পিরিন পাওয়া যায় ৭৫ এবং ১৫০ মিলিগ্রামের ট্যাবলেট হিসেবে। এক পাতায় বারোটা করে থাকে। নামী ওষুধ হলেও এটির দাম একদমই কম। রক্তপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য অ্যাসপিরিন দারুণ কার্যকরী ভূমিকা নিয়ে থাকে। চিকিৎসকদের আক্ষেপ, এই পিলটি যে হারে ব্যবহার হওয়া উচিত, সে হারে ব্যবহার হয় না। পরিবর্তে অনেক কম গুণসম্পন্ন বেশি দামের ওষুধ বেশি বিক্রি হয়।

দিল্লির ফরটিস হসপিটালের হৃদরোগ বিভাগের অধিকর্তা উপেন্দ্র কাউল জানাচ্ছেন, রক্ত জমাট বেঁধে যখন হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার উপক্রম হয়, তখন সেই জমাট রক্তকে অ্যাসপিরিন তরল করে দেয়, ব্যাপারটা সেরকম নয়। অ্যাসপিরিন যেটা করে, রক্তের লাগাতার জমাট বাঁধাকে রুখে দেয়। হসপিটালে বা নার্সিংহোমে নিয়ে যেতে যেতে যে সময় লাগে, তার মধ্যে অনেক বড়ো ক্ষতি হয়ে যায়। তাই বুকে ব্যথা বা হার্ট অ্যাটাকের উপক্রম হয়েছে বোঝামাত্রই সংশ্লিষ্ট ব্যক্তিকে একটা ইকোস্পিরিন খাইয়ে দেওয়া উচিত। ডা. কাউল হুঁশিয়ার করেছেন, অ্যাজমা, পেপটিক আলসার, লিভার এবং কিডনির সমস্যা রয়েছে যাঁদের , তাঁরা অ্যাসপিরিন , খাবেন না। গর্ভবতীরাও খাবেন না।

Join our mailing list Never miss an update