তোর কথা‌তেই . . .

তোর কথা‌তেই . . .

তোর কথা‌তেই শ‌ব্দের আঁকিবুকি
রাঙাতির ধা‌রে জল ছপ ছপ সুর,
‌সব রঙ লা‌গে সামসীর ঐ মে‌ঘে
কা‌ছে এসে প‌ড়ে বহু দূর বহু দূ র।

‌তোর কথা‌তেই হৃদকমলেতে ঢেউ
যেমন বে‌গে নদী পাগল পারায়,
শব্দরা সব সা‌রি সা‌রি বেঁধে আসে
হা‌তে হাত ধ‌'রে রূপক কর্মধারায়।

তোর কথা‌তেই নীরব কোলাহল
হলদে দুপুরে গাঙশালিকের ঠোঁটে,
কাহাদের ঘাম অশ্রুর সাথে মিশে
একটি কুঁড়ি দু'টি পাতা নিয়ে ফোটে।

‌তোর জন্যই হাত নে‌ড়ে কা‌ছে ডা‌কে
শ্যাম‌লিমা ভেজা ঐ যে পাহাড় বন,
তোরই লা‌গি বিপ‌থের প‌থে হাঁটি
পার হ‌য়ে যায় দুরত্ব শত যোজন।


স্বপ্নমাখানো বুনো ভাঁট ফুলগু‌লি
নিযুত বছর পথ চে‌য়ে আছে তোর,
বার্ধ‌ক্যের দুয়া‌রে দাঁড়া‌য়ে দে‌খি-
তোর লেখ‌নীতে- আসছে নতুন ভোর।

Join our mailing list Never miss an update