Assurance of life between two wrap. Dr. Partha pratim's book ‘Hridoyer katha’is appreciated by the ‘Sapthhik Bartaman’ a highly circulated Bengali weekly. হৃদয়ের কথা; সাপ্তাহিক বর্তমান ২৮ এপ্রিল ২০০১
‘হৃদয়ের কথা’ বইটির লেখক ডাঃ পার্থপ্রতিম। লেখক অল্পকথায়, সরসভাষায়, চিত্রে বিচিত্রে, মানুষের হৃদপিন্ডের জন্ম-মৃত্যু, রোগ, নীরোগ, গঠন ও কাজ নিয়ে যে কত সব জরুরী কথা বলেছেন- তা বইটি নেড়ে-চেড়ে দেখলে মালুম হয়।
‘হৃদয়ের কথা’তে ডাঃ পার্থপ্রতিম হৃদযন্ত্রের গঠন প্রণালী, কার্যপদ্ধতি থেকে শুরু করে প্রধান প্রধান হৃদরোগের লক্ষণ, উপসর্গ ও তার প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন।
শুধু তাই নয়, হৃদরোগীরা কিভাবে সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করতে পারেন এবং অসুস্থ হলে, কোথায় গেলে সুচিকিৎসা সম্ভব-তারও হদিস দিয়েছেন। এককথায়, বইটি হার্টের রোগী ও তাঁর পরিবারের কাছে মলাটবন্দী জীবনের আশ্বাস।