বিন্নাগুড়ি আর্মি পাবলিক স্কুল

বিন্নাগুড়ি আর্মি পাবলিক স্কুল

উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় ২৩ই নভেম্বর ২০০৯ তারিখে ১০ নং পাতায় প্রকাশিত

“ যখন একা একা কেউ কোন স্বপ্ন দেখে তা হয়তো বা স্বপ্নই থেকে যায়; কিন্তু বহু মানুষ যখন একসাথে মিলে একই স্বপ্ন দেখে তখন তার কিছুটা হলেও বাস্তব রূপ পায়..” -আবেগ জড়ানো গলায় এই কথাগুলিই বলে গেলেন শ্রীমতি ছন্দা দাস; অধ্যক্ষা বিন্নাগুড়ি আর্মি পাবলিক স্কুল।
জলপাইগুড়ি জেলার বানারহাট থানায় বিন্নাগুড়ি। পূর্বভারতের অন্যতম আর্মি ক্যান্টনমেন্ট বা সেনানগর। রাজকীয় সিংহদুয়ারে নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে ভেতরে ঢুকলেই এক অচীন নগর। ঝাঁ-চকচকে প্রশস্ত পথ,  নিখুঁত দেখভাল। সবসময়ই রঙচঙে। সারিবাঁধা একতল- দ্বিতল আর্মি কোয়াটারগুলির মাঝে অনেক ফাঁকা জায়গা। অজস্র মহীরুহ সবুজে শ্যামল করে তুলেছে এই মায়াবী নগরকে। কিছুদূর পর পর সুন্দর সাজানো ট্রফিক আইল্যান্ড। সেখানেও আধুনিক স্থাপত্যের মনকাড়া নিদর্শন। হাজার হাজার সোডিয়াম ভেপার ল্যাম্প রাতটা দিন করে দেয় ।

Join our mailing list Never miss an update