মানুষ তুলে ব্যায়াম

মানুষ তুলে ব্যায়াম

মানুষ তুলে ব্যায়াম - ডাঃ পার্থপ্রতিম; ৩১ জানুয়ারি ২০০৯ তিন পাতা;উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত
ডাম্ব-বেল তুলে ব্যায়াম করতে ভালো লাগে না ? তাহলে মানুষ তুলুন। নিয়মিত ব্যায়ামে আগ্রহী করে তুলতে ডাম্ব বেলের বদলে মানবরুপি ওজন! চাইলে ৩২ বছর বয়সি ৩০ কিলো ওজনের আরতি শাকে তুলুন, প্রয়োজনে সুপার হিউম্যান ১৫৫ কিলো ওজনের মোট বার্নাডাকে তুলুন।  বামন আকৃতি থেকে লম্বা, ৩৭ বছর বয়সি ম্যাটরুপি ১৫৫ কিলো পর্যন্ত পাঁচ ধরনের মানবরুপী ওজন নিয়ে ব্যায়াম অনুশীলনের ব্যবস্থা করা হয়েছে লন্ডনের বাঙ্ক এলাকার জিমবক্স -এ। এই জিমে রাস্তাঘাটে আক্রান্ত হলে কীভাবে মোকাবিলা করতে হবে তাও শেখানো হয়।
পাশাপাশি ফুটবলারদের কাছে আকর্ষণীয় করতে তুলে মহিলাদের যে ধরনের গড়ন দরকার সেই গড়ন গড়ে দেওয়ার ব্যায়ামও করানো হয়।

Join our mailing list Never miss an update