কুসংস্কার দূর করতে প্রচারে নেমে পুরস্কার

কুসংস্কার দূর করতে প্রচারে নেমে পুরস্কার

কুসংস্কার দূর করতে প্রচারে নেমে পুরস্কার; ৮৩ বর্ষ ৩৩৫ সংখ্যা মঙ্গলবার ২৫ মাঘ ১৪১১; আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত
মানুষের মধ্যে বিজ্ঞান সচেতনা বৃদ্ধির জন্য এই বছর বিজ্ঞান সচেতনা পুরস্কার পেলেন সর্পবিদ মিন্টু চৌধুরী এবং মহাকাশ বিষয়ক সচেতক পার্থ প্রতিম। ধূপগুড়িতে আয়োজিত জলপাইগুড়ি সদর মহকুমা শিশু বিজ্ঞান মেলা উৎসবে ব্লকের এই দুজনকে বর্ষ সেরা পুরস্কার দেওয়া হয়। ধূপগুড়ির বাসিন্দা মিন্টুবাবু সাপ নিয়ে মানুষের মধ্যে যে সব ভুল ধারণা রয়েছে তা দূর করতে প্রচার চালাচ্ছেন। বানারহাটের পার্থপ্রতিমবাবু মহাকাশ বিষয়ক নানা রকম কুসংস্কার দূর করতে দীর্ঘদিন ধরে কাজ করছেন। উৎসব কমিটির সম্পাদক বিভাস চৌধুরী জানান, তাঁরা যে ভাবে মানুষের মধ্যে সচেতনা বৃদ্ধিতে কাজ করে চলেছেন, তা প্রশংসাযোগ্য। তাই তাঁদের পুরস্কৃত করা হয়েছে। মেলায় এই ব্লকের ২০টি স্কুলের দেড়শ ছাত্রছাত্রীকে কুসংস্কার বিরুদ্ধে এবং পরিবেশ বিষয়ের উপর হাতে কলমে শেখানো হয়।

Join our mailing list Never miss an update