হৃদয়ের কথা কবিতা

হৃদয়ের কথা কবিতা

হৃদয়ের কথা
সচেতনতা মূলক সুস্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান,
ব্যবস্থাপনায় - কোচবিহার ছায়া নীড় সেবা প্রতিষ্ঠান।
কক্ষ : সাহিত্যসভা -টেম্পল স্ট্রিট, কোচবিহার,
১৩ ই নভেম্বর ২০০৮ সালে - সান্ধ্যকালীন উপহার।
হৃদয়ের ক্রিয়া কলাপ একান্ত জানা প্রয়োজন,
অনুভূতি নিতে অডিও ভিজ্যুয়াল শো এর আয়োজন।
বুঝে নিতে চাই মানব দেহের ছন্দ পতন,
সুস্বাস্থ্য হলো চলার পথে অমূল্য রতন।
আমাদের প্রিয় শরীর রক্তে মাংসে গড়া,
চিকিৎসক বিনা যায় না সঠিক রোগ ধরা।
বিশেষ রোগ- ডায়াবিটিস, ব্লাডপ্রেসার,
বাধিলে বাসা ঘটিবে অসুখের প্রসার।
স্বাস্থ্য সমন্ধে প্রয়োজন অধিক সচেতনতা,
রোগ মুক্ত জীবন উপভোগ করবে জনতা।
অসুখ থেকে আরোগ্য লাভের কি উপায় আছে ?
এসব জানব ডাক্তার পার্থপ্রতিম বাবুর কাছে।
সাফল্যের তরে DEAR সংস্থার সহযোগিতা,
পরামর্শমত প্রয়োগে আসবে উপকারিতা।
নিতে হবে হৃদয় অন্তরের স্বচ্ছ ধারনা,
বিষয় জানতে ছায়ানীড় করে কামনা।
লেখক : অমল কুমার চক্রবর্তী, টাকাগাছ, কোচবিহার।
মুদ্রণে : কোচবিহার প্রেস, কোচবিহার। ফোন: ২২৫৯৪৭

 

Gist:- Poem of heart. Dr. Partha pratim has been performing an audio-visual show on health and environment for a long time. The poet Amal Kumar Chakraborty expressed his heartfelt gratitude to the Dr. Partha pratim.

Join our mailing list Never miss an update