বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের সম্মান ডাঃ পার্থপ্রতিমকে

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের সম্মান ডাঃ পার্থপ্রতিমকে

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের সম্মান ডাঃ পার্থপ্রতিমকে; ২০ ফেব্রুয়ারি ২০০২, পৃষ্টা- তিন; দৈনিক বসুমতী পত্রিকায় প্রকাশিত
আগামী ২৭ ফেব্রুয়ারি বিকেল ৩টায় যাদবপুরের ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিকেল বায়োলজি’র প্রেক্ষাগৃহে ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে বিশিষ্ট বিজ্ঞান কর্মী ও চিকিৎসক ডাঃ পার্থপ্রতিমকে ‘জাতীয় বিজ্ঞান দিবস পুরস্কার’-এ সম্মানিত করা হবে।
    ডাঃ পার্থপ্রতিম বিজ্ঞানভিত্তিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘ডুয়ার্স এক্সপ্লোরেশন অ্যান্ড অ্যাডভান্সমেন্ট রিভেলি (ডিয়ার)’-র প্রতিষ্ঠাতা সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে ডুয়ার্সের জনমানসে স্বাস্থ্য, পরিবেশ, কুসংস্কার  ইত্যাদি বিভিন্ন সময়ে ইত্যাদি বিভিন্ন বিষয়ে সমাজ সচেতনতামূলক কাজ করে চলেছেন। বিভিন্ন পত্র-পত্রিকায় তিনি নিয়মিত বিজ্ঞান লেখক। বহুবার অংশ নিয়েছেন আকাশবাণীর বিজ্ঞান অনুষ্ঠানে। ১৯৯১ ও ’৯২ পরপর দু’বছর তিনি ছিলেন সর্বভারতীয় বিজ্ঞান ক্লাব সন্মেলনের মুখ্য আহ্বায়ক। সম্পাদনা করেছেন ‘পাসপোর্ট’ পত্রিকার। তাঁর লেখা ‘হৃদয়ের কথা’ বইটি বহু পাঠকের মন জয় করেছে। ডাঃ পার্থপ্রতিমের ত্যাগ ও নিষ্ঠার এই স্বীকৃতিতে আমরাও গর্বিত।

Join our mailing list Never miss an update