�একান্ত আপন� পতঙ্গ ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান

�একান্ত আপন� পতঙ্গ ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান

‘একান্ত আপন’ পতঙ্গ ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান; -অমিয় দে; ১৭ বর্ষ ৩১৮ সংখ্যা বৃহস্পতিবার ১৭ চৈত্র ১৪০৩; উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত
গত ২৭-১৮ মার্চ’ ৯৭ জলপাইগুড়ি জেলার বানারহাট ধর্মশালায় পতঙ্গ ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান ‘একান্ত আপন’ অনুষ্ঠিত হয়। এই বিজ্ঞানুষ্ঠানের আয়োজন করে     ‘ডুয়ার্স এক্সপ্লোরেশন অ্যান্ড অ্যাডভান্সমেন্ট রিভেলী (ডিয়ার) ও সহযোগিতায় ছিল পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান-প্রযুক্তি ও এন ই এস দপ্তর।
    অনুষ্ঠানে স্বাগত ভাষণে ডিয়ার-এর সাধারণ সম্পাদক ডাঃ পার্থপ্রতিম বলেন, ডুয়ার্সে এক সময় অনেক বৈচিত্র্যপূর্ণ প্রাণী ও পতঙ্গের সম্ভারব ছিল, কিন্তু বিভিন্ন কারণে আজ তা ধ্বংস হতে চলেছে। পতঙ্গ শুধু নিকট প্রতিবেশী নয়, মানুষের একান্ত আপনজনের মতোই গুরুত্বপূর্ণ। বস্তুতন্ত্র বা ইকোসিস্টেমে পতঙ্গের ভূমিকার কথা তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করেন। ডাঃ পার্থপ্রতিম চা বাগিচাগুলিতে যথেচ্ছ কীটনাশকের ব্যবহার বন্ধ করার জন্য সকলকে এগিয়ে আসতে বলেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিজ্ঞান উপদেষ্টা শ্রীসত্যব্রত বসু চা বাগিচা অঞ্চলের পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক কাজে পশ্চিমবঙ্গ সরকারের আগ্রহ প্রকাশ করেন। ধোঁয়াহীন চুলা, স্বল্পমূল্যের শৌচাগার ও আরো বহু প্রকল্পের বিষয়ে জানান। শ্রীবসু বলেন, এসব কাজে স্বেচ্ছাসেবী সংস্থার জন্য সরকারি অনুদান রয়েছে।
    অনুষ্ঠানের সভাপতি ডুয়ার্স ব্রাঞ্চ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন ( ডি বি আই টি এ)-এর সচিব শ্রীসমরেন্দ্র নাথ চ্যাটার্জি বলেন, মানুষ যদি স্বার্থপর প্রাণী হয় তবুও তাকে তার নিজের স্বার্থেই পরিবেশকে রক্ষা করতে হবে। নিজের সন্তানের ভবিষ্যতের জন্য শুধু টাকা-বাড়ি রেখে গেলেই চলবে না, তাদের পানের যোগ্য জল, নিঃশ্বাসের জন্য নির্মল বায়ু রাখার দায়িত্ব এ প্রজন্মকেই নিতে হবে।

    এই বিজ্ঞানুষ্ঠানের বিশেষ অতিথি স্থানীয় পঞ্চায়েত প্রধান শ্রীঅমর পাল ডিয়ারের এই উদ্যোগকে অভিনন্দন জানান। এই অনুষ্ঠানের সাথে ডি বি আই টি এ-র সহায়তায় ডুয়ার্সের বৃহত্তম দূরবীণের শুভ উদ্বোধন হয়।
    দু’দিন ব্যাপী এই অনুষ্ঠানে ছিল স্লাইড শো পতঙ্গ ও পরিবেশ বিষয়ক পোস্টার, মডেল প্রদর্শনী, পরিবেশ নিয়ে গান, পাপেট শো। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে জনস্বাস্থ্য ও পরিবেশ’ আলোচনাচক্রে অংশ নেন রাষ্ট্রসংঘের ফান্ড ফর পপুলেশন অ্যাকটিভিটিস এর প্রজেক্ট ডাইরেক্টর ডঃ ডি এন চ্যাটার্জি। সঙ্গীতানুষ্ঠান পরিচালনা করেন শ্রীপ্রশান্ত মুখার্জী। স্থানীয় আদিবাসী যুবক শ্রীবাবলু মহালীর আঁকা পোস্টার সকলের দৃষ্টি আকর্ষণ করে। ‘পতঙ্গ ও পরিবেশ’ বিষয়ক স্লাইড শো পরিচালনা করেন শ্রী সুজিত দাস ও দীপক কুমার দে।

    এই অনুষ্ঠান স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। এই অঞ্চলের মানুষ দূরবীণের সাহায্যে দূর আকাশের গ্রহ-নক্ষত্র ও হেইলবপ ধূমকেতু দেখে মুগ্ধ হয়ে যান।            

Join our mailing list Never miss an update