চিকিৎসা আছে , ,

চিকিৎসা আছে  , ,

চিকিৎসা আছে, ,ডাঃ পার্থপ্রতিম; ৭ মার্চ ২০০৯ (তিন) উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত
যৌনমিলনের শুরুতেই যাদের বীর্য স্খলন ঘটে, তাদের অধিকাংশেরই এমন হয় থাইরয়েড গ্রন্থির অতি সক্রিয়তায়। জার্নাল অফ ইউরোলজি-তে জানিয়েছেন তুরস্কের গবেষকরা। উল্লেখ্য, গলার কাছে থাকে থাইরয়েড গ্রন্থি। সেই গ্রন্থি থেকে থাইরক্সিন, ট্রায়োডোথাইরোনিন হরমোন তৈরী হয়। যা শরীরের বাড়বৃদ্ধি এবং বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে। থাইরয়েড গ্রন্থিতে উপরোক্ত দুই হরমোনের আধিক্য ঘটতে থাকলে, সেই অবস্থাকে বলে হাইপারথাইরয়ডিজম। এরকম হলে বিপাকক্রিয়ার গতি বেড়ে যায়, হাইপার-অ্যাকটিভিটি, শ্বাসকষ্ট, মুড বদল, অবসাদ, অতি খিদে, পেশি দুর্বল হয়ে পড়া এ ধরণের নানা উপসর্গ দেখা যায়। থাইরয়েড গ্রন্থির অতি সক্রিয়তা হলে, চিকিৎসা না করালে অনিয়মিত হয়ে পড়ে হৃদস্পন্দন, হাড়গোড় পলকা/ ক্ষণভঙ্গুর হয়ে পড়তে থাকে। ওষুধের মাধ্যমে বাড়তি হরমোনের উৎপাদন নিয়ন্ত্রণে আনতে হয়। যৌনমিলনের শুরুতেই বীর্য স্খলন হয় তাদের অনেকেরই থাইরয়েড চিকিৎসার পর মিলনপর্ব স্থায়িত্ব পেয়েছে। হরমোন নিয়ন্ত্রণের চিকিৎসা আট সপ্তাহ চলার পর মিলন পর্বের স্থায়িত্ব তিন/ চার গুন বেড়েছে। আইজমিরের ডোকুজ আইলল ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের বিজ্ঞানীরা জানিয়েছেন, শুধু পুরুষরাই নন, মহিলারাও উপকৃত হন থাইরয়েড নিয়ন্ত্রণী ওষুধে। যাদের থাইরয়েড ভোগান্তি নেই তাদের ক্ষেত্রে চকিতেই বীর্য স্খলন রুখতে, কারও কারও বেলায় অবসাদরোধী ওষুধেও কাজ হয়। তবে উৎকণ্ঠা দূর করার সেই অবসাদ দমনি ওষুধ দেবেন ডাক্তার, নিজেই নিজের চিকিৎসক হতে যাবেন না।

বাঁচার চা, কফি
    রোদে বেরোচ্ছেন ? বেরনোর আগে চা অথবা কফি জলে ফুটিয়ে নিন। সেই জল ঠান্ডা করে নরম কাপড় ডুবিয়ে যে সমস্ত অঙ্গ অনাবৃত থাকে সেই সমস্ত অঙ্গের উপর গা মোছার  মতো করে মুছুন। রোদ থেকে ফিরেও একইভাবে চায়ের / কফির শুশ্রষা নিন। সূর্যের অতি বেগুনি রশ্মির ছোবল থেকে বাঁচবে ত্বক। ত্বকে ক্যানসার হওয়ার আশঙ্কা থাকবে না। রৌদ্রছোপ পরা আটকাবে চায়ে / কফিতে থাকা ক্যাফিন। উল্লেখ্য নিয়মিত চা / কফি খেলে হার্টের অসুখ হওয়ার আশঙ্কা কমে তা আগেই জানা গিয়েছিল। সম্প্রতি সিয়াটলের ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের গবেষকরা জানিয়েছেন, ক্যাফিন রৌদ্ররশ্মিতে থাকা আলট্রাভায়োলেট রে তথা অতি বেগুনি রশ্মি, যা ত্বক কোষেদের ক্যানসারগ্রস্ত করে তুলতে পারে সেই ক্ষতির হাত থেকে বাঁচায়। ত্বককে পরিপূর্ণ সুরক্ষা দেয়। অতি বেগুনি রশ্মির ছোবলে ক্ষতিগ্রস্ত কোষেদের আত্মহত্যা করতে প্ররোচিত করে ক্যাফিন। জার্নাল অফ ইনভেস্টিগেটিভ ডারমাটোলজি-তে গবেষকরা জানিয়েছেন, সেদিন খুব কাছেই যখন কফি- চকোলেট, চা থেকে সানক্রিম তৈরি হবে।

বাঁচল দুই শিশু
    কাকিমার লিভারের এক পঞ্চামাংশ কেটে প্রতিস্থাপন করে ২২ মাসের শিশু শৌর্যকে আর শৌর্যের লিভারকে দু-বছর বয়সি শিয়াকে দিয়ে বাঁচালেন দিল্লির স্যার গঙ্গারাম হসপিটালের চিকিৎসকরা। টানা ১৬ ঘন্টা ধরে অস্ত্রোপচার চালিয়ে সাফল্য হাসিল করেন ২০ জন বিশেষজ্ঞের দল। দুই শিশুই জীবন বিপন্নকারী লিভারের রোগে ভুগছিল। জানিয়েছেন হাসপাতালের লিভার প্রতিস্থাপন বিশেষজ্ঞ ডা. এ এস সোইন। শিয়া ভুগছিল ল্যাঙ্গারহানস সেল। হিস্টিওসাইটোসিস-এ আর শৌর্যের রোগটি ছিল মেপল সিরাপ ইউরিন ডিজিজ।                                                                                      

Join our mailing list Never miss an update